পচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে চেইন সুপারশপ স্বপ্নের বিরুদ্ধে। দুর্গন্ধযুক্ত পচা মাংস বিক্রির দায়ে সুপার শপ স্বপ্নকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। সিলেট নগরীর জিন্দাবাজারর শাখায় পচা মাংস বিক্রির ঘটনাটি ঘটে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, রোববার সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ স্বাক্ষরিত এক আদেশে এ জরিমানা করে।
জানা গেছে, গত ১২ নভেম্বর সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির পরিচালক তারেক ইসলাম স্বপ্ন`র জিন্দাবাজার শাখা থেকে মুরগির মাংস কেনেন। বাসায় নেয়ার পর তিনি দেখতে পান মাংস পচা এবং দুর্গন্ধযুক্ত। ওইদিন রাতেই তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয়ে প্রতিকার চেয়ে আবেদন করেন।
তদন্ত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিলেট বিভাগীয় কার্যালয় এ ঘটনার সত্যতা পায় এবং স্বপ্ন কর্তৃপক্ষ তাদের বক্তব্যে উক্ত অভিযোগ স্বীকার করে।
অভিযুক্ত ঘটনা স্বীকার করায় এবং অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় স্বপ্ন-জিন্দাবাজার শাখাকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করে।