বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয় ১৪ ফেব্রুয়ারি। আজ সেদিন। বাংলা পঞ্জিকা হিসেবে বসন্তের দ্বিতীয় দিন। তাই বসন্তের সঙ্গে ভালোবাসা দিবসে নিজেদের সম্পর্কটাকে নতুন করে ঝালাই করে নিতে প্রেমের টানে কেরানীগঞ্জ কেন্দ্রী কারাগারে ছুটে গেলেন ক্রিকেটার আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানা।
বিশেষ এদিনে প্রিয় মানুষকে দেখতে পেরে কারাগারে দুজনই অনেকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তখন তাদের দুইজনেই মনে পড়ে যায় অতীত দিনের স্মৃতিগুলো।
নাসরিন সুলতানা জানিয়েছেন, তাদের মধ্যে কথা হয় দীর্ঘক্ষণ। আমরা অতীতের স্মৃতি নিয়ে অনেকক্ষণ কথা বলি।
নাসরিন আরও জানান, সানির অনুরোধেই মঙ্গলবার নাসরিন কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে গিয়েছি তার সঙ্গে দেখা করতে। মূলত ভালোবাসার টানে আমি তার সঙ্গে কারাগারে দেখা করতে যাই। হয়তোবা সে আজ বাইরে থাকলে অনেক আনন্দ হতো।
আরাফাত সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার করার মামলায় গত ২৪ জানুয়ারি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এর আগে গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তখন সানির বিরুদ্ধে তিনটি মামলা করেন নাসরিন। এরপর সানিকে আদালতে হাজির করা হলো এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হলে পরে তথ্য প্রমাণের ভিত্তিতে কারাগারের পাঠানোর নির্দেশ দেয়। বর্তমান সানি নাসরিনের সেই মামলায় কারাগারে রয়েছেন।