ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১৫ লাখ টাকা দিয়ে নাসরিনের সঙ্গে আপোষ করতে চায় সানির পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭
  • ২৭৬ বার

কারাবন্দী ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রী নাসরিন সুলতানাকে ১৫ লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার অফার দেওয়া হয়েছে। সানির বিরুদ্ধে প্রতারণা, তথ্যপ্রযুক্তি আইনে ও যৌতুক মামলা তুলে নিতে রাজি হলে নাসরিনকে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে আরাফাত সানির পরিবারের একটি নির্ভরযোগ্য সূত্র।

সানির এক ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে পূর্বপশ্চিমকে বলেন, বিষয়টি অনেক দূর গড়িয়েছে। এখন আপোষ করতে চায় সানির পরিবার পরিবার। এজন্য উভয় পরিবারের মধ্যে কয়েকদফা আলোচনাও হয়েছে।

মুঠোফোনে নাসরিন সুলতানা বলেন, সানির পরিবারের পক্ষ মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এখানে আপোষের কিছু নেই। আমি আমার মর্যাদা ফিরে পেলে অবশ্যই মামলা তুলে নিবো। স্ত্রীর মর্যাদা দেওয়া ছাড়া টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। তবে দুই পরিবার রাজি হলে আইনজীবীর উপস্থিতিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমঝোতা করতে চান নাসরিন।

তবে সানির এক আত্মীয় বলেছেন, আরাফাত সানি আগেই বিবাহিত। তার স্ত্রী-সন্তান রয়েছে। ২০১০ সালেই বিয়ে করেছলেন তিনি। নাসরিনের সঙ্গে তাই অন্যভাবে সমঝোতার চেষ্টা চলছে।

এদিকে, আরাফাত সানির আইনজীবী জুয়েল আহম্মেদ বলেন, সানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নেবেন না। তাছাড়া নাসরিনের কাবিননামা ভুয়া। আমরা এ বিয়েটা স্বীকার করি না।

উল্লেখ্য, আরাফাত সানি ফেসবুকে নাসরিন সুলতানা নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করে আসছিলেন দাবি পুলিশের। এ ঘটনায় তরুণী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে গত ৫ জানুয়ারি মামলা দায়ের করেন। পরে গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে সানি কেরানিগঞ্জের কারাগারে রয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

১৫ লাখ টাকা দিয়ে নাসরিনের সঙ্গে আপোষ করতে চায় সানির পরিবার

আপডেট টাইম : ১২:৫১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০১৭

কারাবন্দী ক্রিকেটার আরাফাত সানির কথিত স্ত্রী নাসরিন সুলতানাকে ১৫ লাখ টাকার বিনিময়ে মামলা তুলে নেওয়ার অফার দেওয়া হয়েছে। সানির বিরুদ্ধে প্রতারণা, তথ্যপ্রযুক্তি আইনে ও যৌতুক মামলা তুলে নিতে রাজি হলে নাসরিনকে এই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে আরাফাত সানির পরিবারের একটি নির্ভরযোগ্য সূত্র।

সানির এক ঘনিষ্ঠ বন্ধু নাম প্রকাশ না করার শর্তে পূর্বপশ্চিমকে বলেন, বিষয়টি অনেক দূর গড়িয়েছে। এখন আপোষ করতে চায় সানির পরিবার পরিবার। এজন্য উভয় পরিবারের মধ্যে কয়েকদফা আলোচনাও হয়েছে।

মুঠোফোনে নাসরিন সুলতানা বলেন, সানির পরিবারের পক্ষ মামলা তুলে নেওয়ার কথা বলা হয়েছে। এখানে আপোষের কিছু নেই। আমি আমার মর্যাদা ফিরে পেলে অবশ্যই মামলা তুলে নিবো। স্ত্রীর মর্যাদা দেওয়া ছাড়া টাকা দিয়ে আমাকে কেনা যাবে না। তবে দুই পরিবার রাজি হলে আইনজীবীর উপস্থিতিতে আদালতের মাধ্যমে বিষয়টি সমঝোতা করতে চান নাসরিন।

তবে সানির এক আত্মীয় বলেছেন, আরাফাত সানি আগেই বিবাহিত। তার স্ত্রী-সন্তান রয়েছে। ২০১০ সালেই বিয়ে করেছলেন তিনি। নাসরিনের সঙ্গে তাই অন্যভাবে সমঝোতার চেষ্টা চলছে।

এদিকে, আরাফাত সানির আইনজীবী জুয়েল আহম্মেদ বলেন, সানির সঙ্গে আমার কথা হয়েছে। তিনি নাসরিনকে স্ত্রী হিসেবে মেনে নেবেন না। তাছাড়া নাসরিনের কাবিননামা ভুয়া। আমরা এ বিয়েটা স্বীকার করি না।

উল্লেখ্য, আরাফাত সানি ফেসবুকে নাসরিন সুলতানা নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট ও ব্ল্যাকমেইল করে আসছিলেন দাবি পুলিশের। এ ঘটনায় তরুণী বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে গত ৫ জানুয়ারি মামলা দায়ের করেন। পরে গত ২২ জানুয়ারি রাজধানীর আমিনবাজার এলাকা থেকে তথ্য-প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আরাফাত সানিকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ। বর্তমানে সানি কেরানিগঞ্জের কারাগারে রয়েছেন।