ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭
  • ২৬২ বার

ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১০ রান তোলে বাংলাদেশ। জবাবে, ৫ উইকেট হারানো অজিদের ইনিংস থামে ২০১ রানে।

ব্যাটিংয়ে নেমে আজও দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার আবদুল মালেক। গতকালের ম্যাচে দলের হয়ে ৭১ বলে ১৮০ রান করে অপরাজিত থাকেন ওপেনার আবদুল মালেক। আজ করেছেন ৭৮ রান। ৫২ বলে সাজানো তার ইনিংসে ছিল ১০টি চারের মার।

আরেক ওপেনার মহসিন হোসেন জয় করেন ৮১ রান। ব্যাটে ঝড় তোলা এই ব্যাটসম্যান ৪৯ বলে ১১টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। দলপতি তানজিলুর রহমানের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া, ৮ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৯০ রানে অপরাজিত থাকা আবদুল্লাহ জবির।

২১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০১ রান তোলে অজিরা। শতক হাঁকান অজি ওপেনার স্টিফেন লিও। ৬১ বলে ১৬টি চারের সাহায্যে তিনি করেন ১০৯।

রোববার (৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ড, ৭ ফেব্রুয়ারি পাকিস্তান, ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

আপডেট টাইম : ১২:৩৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ৫ ফেব্রুয়ারী ২০১৭

ব্লাইন্ড টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে দুই উইকেট হারিয়ে ২১০ রান তোলে বাংলাদেশ। জবাবে, ৫ উইকেট হারানো অজিদের ইনিংস থামে ২০১ রানে।

ব্যাটিংয়ে নেমে আজও দুর্দান্ত ইনিংস খেলেন বাংলাদেশের ওপেনার আবদুল মালেক। গতকালের ম্যাচে দলের হয়ে ৭১ বলে ১৮০ রান করে অপরাজিত থাকেন ওপেনার আবদুল মালেক। আজ করেছেন ৭৮ রান। ৫২ বলে সাজানো তার ইনিংসে ছিল ১০টি চারের মার।

আরেক ওপেনার মহসিন হোসেন জয় করেন ৮১ রান। ব্যাটে ঝড় তোলা এই ব্যাটসম্যান ৪৯ বলে ১১টি চারের সাহায্যে তার ইনিংসটি সাজান। দলপতি তানজিলুর রহমানের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া, ৮ রানে অপরাজিত থাকেন নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে ৯০ রানে অপরাজিত থাকা আবদুল্লাহ জবির।

২১১ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০১ রান তোলে অজিরা। শতক হাঁকান অজি ওপেনার স্টিফেন লিও। ৬১ বলে ১৬টি চারের সাহায্যে তিনি করেন ১০৯।

রোববার (৫ ফেব্রুয়ারি) ইংল্যান্ড, ৭ ফেব্রুয়ারি পাকিস্তান, ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চারটি দল সেমিফাইনাল খেলবে। ১০ ও ১১ ফেব্রুয়ারি সেমিফাইনাল এবং ১২ ফেব্রুয়ারি ফাইনাল অনুষ্ঠিত হবে।