দক্ষিণ আফ্রিকা মহিলা দলের কাছে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে ৮ উইকেটে হারলো বাংলাদেশের মেয়েরা। ফলে পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বোলারদের তোপে মাত্র ৬৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মাত্র দু’জন ব্যাটসম্যান তিন অংকের কোটা স্পর্শ করেছেন।
শারমিন সুলতানা ১৩ ও নিগার সুলতানা ১০ রান করেন। এ ছাড়া তৃতীয় সর্বোচ্চ ৯ রান করেন অধিনায়ক রুমানা আহমেদ। দক্ষিণ আফ্রিকার ওডিন কার্স্টেন ১০ রানে ৪ উইকেট নেন।
জবাবে ২ উইকেট হারিয়ে ২৪০ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে ওপেনার লিজলি লি ৩৭ ও কলি ট্রাইওন অপরাজিত ১৩ রান করেন। বাংলাদেশের রুমানা ও সালমা ১টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার কারর্স্টেন ও সিরিজ সেরা হয়েছেন লিজলি লি।
সিরিজের প্রথম ওয়ানডে ৮৬ রানে ও দ্বিতীয় ওয়ানডে ১৭ রানে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। এরপর তৃতীয় ওয়ানডে ১০ রানে জিতে সিরিজে ব্যবধান কমায় বাংলাদেশ। চতুর্থ ম্যাচ ৯৪ রানে জিতে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।