ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইলিশের আকাল- জেলেপল্লীতে হাহাকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫
  • ৪০৬ বার

আষাঢ় মাস এলেও ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। জলবায়ু পরিবর্তন, নদী ভরাট, পানি দূষণ, যত্রতত্র ডুবোচর, কারেন্ট জাল ব্যবহার ও সুষ্ঠু নীতিমালার অভাবে মেঘনা-পদ্মা নদীতে ভরা মওসুমেও ইলিশের আকাল দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে দক্ষিণাঞ্চলের ইলিশসমৃদ্ধ নদীগুলোতে দেখা মিলবে না ইলিশের। প্রতিনিয়ত সমুদ্র ও মুক্ত জলাশয় থেকে মাছ যেভাবে শিকার করা হচ্ছে, তাতে মৎস্য সম্পদের এ বৃহৎ অঞ্চলে শুধু ইলিশ নয়, অন্যান্য জাতের মাছেরও দেখা মিলবে না। নদীর স্রোত কমে যাওয়া, নদীতে বাঁধ নির্মাণ ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রজনন মওসুমে সাগর থেকে বড় বড় নদীর মোহনায় ইলিশ আসতে পারছে না।
এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন রায়পুর কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্লাহ বলেন, ‘জলবায়ু পরিবর্তন বিশেষ করে তাপমাত্রার আধিক্যের কারণে ইলিশের মওসুমেও পরিবর্তন ঘটেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি, খাবারের অপর্যাপ্ততা, পানি দূষণ ইলিশ মাছের প্রজননকে ব্যাহত করছে।’ মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, ‘সবার আগে প্রয়োজন ছোট মাছ ধরার উপকরণ নিষিদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া। তারপর পরিবেশ ও অন্যান্য বিষয়ের দিকে নজর দিতে হবে।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা কেন্দ্র চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘নদীর প্রবাহ হ্রাস, দূষণ ও সাগরের মাছের খাদ্য সংকট এবং পানির গভীরতা কমে যাওয়ায় মাছের আবাসস্থলের পরিবর্তন হচ্ছে। জাটকা নিধন বন্ধ হলে ইলিশের বংশবিস্তার বৃদ্ধি সম্ভব। তবে আষাঢ় মাস এলেও এ বছর এখনও পরিমাণমতো বৃষ্টিপাত হয়নি। বর্ষণ শুরু হলে মিঠাপানি পান করতে এলে প্রচুর ইলিশ ধরা পড়বে।’
এদিকে ভরা মওসুমে ইলিশ না মেলায় জেলেরা বেকার দিন পার করছে। মাঝি আনোয়ার আলী বলেন, ‘এ বছর আষাঢ় মাস শুরু হলেও আমরা নৌকা নিয়ে নদীতে নামতে পারছি না। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। সামনে ঈদ। জানি না কেমনে ঈদ করবো।’
আনোয়ার আলী অভিযোগ করে বলেন, ‘নদীর মোহনায় ভারতীয় জেলেরা বিশেষ কারেন্ট জাল দিয়ে বেড় দেয়ায় ইলিশ মাছ আসতে পারছে না। সরকার এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘প্রজননের জন্য যে সব ইলিশ নদীর মিঠা পানিতে আসে, সেগুলোর জন্য চাই গভীর পানি। কিন্তু নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় ডিম পাড়তে ইলিশ আসছে না। যে সব জাটকা নদীতে ছিল, বড় হয়ে সেগুলো সাগরে নেমে গেছে। এ কারণে এখন ইলিশ নেই। তবে ভারি বৃষ্টি হলে ইলিশ ধরা পড়তে পারে। আমি জানি মাছ না পাওয়ায় জেলে পল্লীতে হাহাকার। এসময় সরকারের বরাদ্দ না থাকায় কোন সহযোগিতা করা যাচ্ছে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইলিশের আকাল- জেলেপল্লীতে হাহাকার

আপডেট টাইম : ০৮:৫৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০১৫

আষাঢ় মাস এলেও ইলিশ ধরা পড়ছে না জেলেদের জালে। জলবায়ু পরিবর্তন, নদী ভরাট, পানি দূষণ, যত্রতত্র ডুবোচর, কারেন্ট জাল ব্যবহার ও সুষ্ঠু নীতিমালার অভাবে মেঘনা-পদ্মা নদীতে ভরা মওসুমেও ইলিশের আকাল দেখা দিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এখনই কার্যকর ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যে দক্ষিণাঞ্চলের ইলিশসমৃদ্ধ নদীগুলোতে দেখা মিলবে না ইলিশের। প্রতিনিয়ত সমুদ্র ও মুক্ত জলাশয় থেকে মাছ যেভাবে শিকার করা হচ্ছে, তাতে মৎস্য সম্পদের এ বৃহৎ অঞ্চলে শুধু ইলিশ নয়, অন্যান্য জাতের মাছেরও দেখা মিলবে না। নদীর স্রোত কমে যাওয়া, নদীতে বাঁধ নির্মাণ ও নানা প্রতিবন্ধকতার কারণে প্রজনন মওসুমে সাগর থেকে বড় বড় নদীর মোহনায় ইলিশ আসতে পারছে না।
এশিয়ার বৃহত্তম মৎস্য প্রজনন রায়পুর কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম মহিব উল্লাহ বলেন, ‘জলবায়ু পরিবর্তন বিশেষ করে তাপমাত্রার আধিক্যের কারণে ইলিশের মওসুমেও পরিবর্তন ঘটেছে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও লবণাক্ততা বৃদ্ধি, খাবারের অপর্যাপ্ততা, পানি দূষণ ইলিশ মাছের প্রজননকে ব্যাহত করছে।’ মৎস্যজীবী সমিতির সভাপতি মোস্তফা ব্যাপারী বলেন, ‘সবার আগে প্রয়োজন ছোট মাছ ধরার উপকরণ নিষিদ্ধে কার্যকর ব্যবস্থা নেয়া। তারপর পরিবেশ ও অন্যান্য বিষয়ের দিকে নজর দিতে হবে।’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ইলিশ গবেষণা কেন্দ্র চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘নদীর প্রবাহ হ্রাস, দূষণ ও সাগরের মাছের খাদ্য সংকট এবং পানির গভীরতা কমে যাওয়ায় মাছের আবাসস্থলের পরিবর্তন হচ্ছে। জাটকা নিধন বন্ধ হলে ইলিশের বংশবিস্তার বৃদ্ধি সম্ভব। তবে আষাঢ় মাস এলেও এ বছর এখনও পরিমাণমতো বৃষ্টিপাত হয়নি। বর্ষণ শুরু হলে মিঠাপানি পান করতে এলে প্রচুর ইলিশ ধরা পড়বে।’
এদিকে ভরা মওসুমে ইলিশ না মেলায় জেলেরা বেকার দিন পার করছে। মাঝি আনোয়ার আলী বলেন, ‘এ বছর আষাঢ় মাস শুরু হলেও আমরা নৌকা নিয়ে নদীতে নামতে পারছি না। পরিবার নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। সামনে ঈদ। জানি না কেমনে ঈদ করবো।’
আনোয়ার আলী অভিযোগ করে বলেন, ‘নদীর মোহনায় ভারতীয় জেলেরা বিশেষ কারেন্ট জাল দিয়ে বেড় দেয়ায় ইলিশ মাছ আসতে পারছে না। সরকার এব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।’

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, ‘প্রজননের জন্য যে সব ইলিশ নদীর মিঠা পানিতে আসে, সেগুলোর জন্য চাই গভীর পানি। কিন্তু নদীগুলোর গভীরতা কমে যাওয়ায় ডিম পাড়তে ইলিশ আসছে না। যে সব জাটকা নদীতে ছিল, বড় হয়ে সেগুলো সাগরে নেমে গেছে। এ কারণে এখন ইলিশ নেই। তবে ভারি বৃষ্টি হলে ইলিশ ধরা পড়তে পারে। আমি জানি মাছ না পাওয়ায় জেলে পল্লীতে হাহাকার। এসময় সরকারের বরাদ্দ না থাকায় কোন সহযোগিতা করা যাচ্ছে না।’