ঈদুল ফিতর উপলক্ষে চলছে টানা ৯দিন ছুটি। যার ফলে কর্মব্যস্ত রাজধানী ছেড়ে লাখো মানুষ প্রিয়জনের সাথে ঈদ করতে বাড়ি ফিরেছেন। বুধবার (২ এপ্রিল) রাজধানীর বেশ কিছু ব্যস্ত সড়ক ঘুরে দেখা গেছে স্বাচ্ছন্দ্যে চলচল করছে মানুষ। রাজধানীর মিরপুর, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ ঘুরে দেখা গেছে, সড়কগুলো একেবারেই ফাঁকা। চলছে হাতেগোনা কিছু গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি। তবে ব্যাটারি ও প্যাডেলচালিত রিকশা, অটোরিকশা মোটরসাইকেলের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শপিংমল, বাজার ও অফিসপাড়া প্রায় ফাঁকা।
মোঃ ফখরুদ্দিন নামে এক সিএনজি চালক বলেন, রাস্তা ফাঁকা থাকলে সিএনজি চালিয়েও আরাম পাওয়া যায়। কিন্তু মানুষ না থাকায় আয় কম।
রোশনি বেগম নামে একজন বলেন, চাকরির সুবাদে ঢাকায় থাকতে হয়। সড়কে অন্যান্য সময় এত যানজট থাকে যে, তখন মনে হয় অন্য কোথাও সুযোগ থাকলে চলে যাই। কিন্তু ঈদের ছুটিতে একটু শান্তি মেলে। এমন ঢাকা থাকলে আমাদের মতো কর্মজীবী মানুষের জীবন অনেক সহজ হতো।
সড়ক ফাঁকা থাকায় ট্রাফিক পুলিশদেরও দায়িত্ব পালনেও চাপ কম পোহাতে হচ্ছে। তবে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে টহল দিতে দেখা গেছে।
এবার সবমিলিয়ে টানা ৯দিনের লম্বা ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ৬ এপ্রিল খুলবে অফিস-আদালত। মঙ্গলবার ঈদের পরের দিনও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।