বাংলাদেশ দলের ওয়ানডে ও টি-টোয়েন্টির পরবর্তী অধিনায়ক কে হবেন? প্রশ্নটি নিয়ে এখনই গুঞ্জন শুরু হয়ে গেছে। মাশরাফি বিন মুর্তজার পরে বাংলাদেশ দলের সীমিত ওভারের ক্রিকেটের দায়িত্ব কার কাঁধে আসছে, তা নিয়ে এখনই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ হতেই গত রবিবার মিডিয়ায় খবর রটে, টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন মাশরাফি। তবে এমন খবর ভিত্তিহীন বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
মাশরাফি অবসরে গেলে সীমিত ওভারের নেতৃত্বের ভার কাকে দেওয়া হবে। এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, মাশরাফির পরে অধিনায়ক হওয়ার জন্য আমাদের এখানে একাধিক খেলোয়াড় আছে। তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এখন জাতীয় দলের সহ-অধিনায়কের দায়িত্বে আছে। তাছাড়া মাহমুদুল্লাহ রিয়াদও আছে।
বিসিবি সভাপতি বলেন, এই মুহুর্তে বলা কঠিন মাশরাফির পরে কে অধিনায়ক হবে। তবে এটুকু বলতে পারি সাকিব-তামিম-রিয়াদদের মধ্য থেকে কেউ একজন অধিনায়ক হবে। এর বাইর থেকে কারো অধিনায়ক হওয়ার সম্ভাবনা নেই।