দীর্ঘ ৬ মাস চোটের সঙ্গে যুদ্ধ করে ফিরেছেন নিউজিল্যান্ড সিরিজে। চোট ফেরত মুস্তাফিজ অবশ্য খুব বেশি আলো ছড়াতে পারেননি এ পর্যন্ত। কিন্তু আগে তো আর কম করে দেখাননি। সেটাই হয়তো কাজে লাগলো! টি-টোয়েন্টি ক্রিকেটের বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষ দশে উঠে এসেছেন মুস্তাফিজ।
সোমবার আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে দশ নম্বরে মোস্তাফিজ। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতে খেলা মুস্তাফিজ ১০ ধাপ এগিয়ে সেরা দশে উঠে এসেছেন। প্রথমবারের মতো টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ের দশ নম্বরে উঠে আসা মুস্তাফিজের রেটিং পয়েন্ট ৬৪৩।
তালিকায় মুস্তাফিজের পরেই বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল-হাসান। এগারো নম্বরে থাকা সাকিবের রেটিং ৬৩৬। আর ৭৪০ রেটিং নিয়ে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির। এরপর যথাক্রমে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ (৭৩৫), ওয়েস্ট ইন্ডিজের স্পিনার স্যামুয়েল বাদ্রি (৭২৩), পাকিস্তানি স্পিনার ইমাদ ওয়াসিম (৭১৮), আফগানিস্তানের স্পিনার রশিদ খান (৭০৬), ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৬৮৪), অস্ট্রেলিয়ান পেসার জেমস ফকনা (৬৭২), দক্ষিণ আফ্রিকান পেসার কাইল অ্যাবট (৬৭১) ও নয় নম্বরে ওয়েস্ট ইন্ডিজ স্পিনার সুনিল নারিন (৬৫৩)। তালিকায় বাংলাদেশের মধ্যে তৃতীয় আল-আমিন হোসেন আছেন ৫৭৩ রেটিং নিয়ে ২৭ নম্বরে।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মধ্যে সবার ওপরে সাব্বির রহমান। ৬৪৩ রেটিং নিয়ে ১২তম অবস্থানে সাব্বির। সাকিব আল-হাসান আছেন ২৬ নম্বরে। তবে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই নম্বরে সাকিব। ৩৪৭ রেটিং নিয়ে দুই নম্বরে সাকিব। ৩৮৮ রেটিং নিয়ে সবার ওপরে গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাটিং র্যাঙ্কিংয়ে সবার ওপরে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
সংবাদ শিরোনাম
টি-২০র সেরা দশে মুস্তাফিজ
- Reporter Name
- আপডেট টাইম : ১১:৪০:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০১৭
- ৩৫৪ বার
Bangladesh's Mustafizur Rahman (C) celebrates New Zealand's Martin Guptill being caught with teammates Mashrafe Mortaza (L) and Shakib Al Hasan during the one day international cricket match between New Zealand and Bangladesh at the Hagley Park in Christchurch on December 26, 2016. / AFP / Marty Melville (Photo credit should read MARTY MELVILLE/AFP/Getty Images)
Tag :
জনপ্রিয় সংবাদ