কিশোরগঞ্জসহ ছয়টি জেলার হাওরের উন্নয়নে প্রায় এক হাজার কোটি টাকার কাজের উদ্বোধন করেছেন পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার বিকালে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলী উপজেলার ছাতিরচরে এ কাজের উদ্বোধন করেন তিনি। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীরপ্রতীক, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য আফজাল হোসেন ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনসহ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী নিকলীর ছাতিরচরে বেরি গাঙ (মরা গাঙ) খাল খনন কাজের উদ্বোধনের মাধ্যমে সবকটি প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
ছয়টি জেলার হাওর এলাকায় বন্যা ব্যবস্থাপনা, নদী খনন ও জীবনমান উন্নয়নে এ সব প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রকল্পের মধ্যে রয়েছে নদী ও খাল খনন, ফসল রক্ষা বাঁধ নির্মাণ, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের বীজ, কীটনাশক, সার এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, আগাম বন্যা থেকে হাওরের ফসল রক্ষা করতে মাড়াই ও শুকানোর জন্য উঁচু স্থান তৈরি, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল ও হাঁস পালন, সেলাই মেশিন বিতরণসহ বিভিন্ন উন্নয়নমুখি প্রকল্প।
কিশোরগঞ্জ ছাড়া প্রকল্পের আওতাভুক্ত জেলাগুলো হলো ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া।
এসময় জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পানি উন্নয়ন বোর্ডে কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে বাজিতপুর উপজেলার হিলচিয়া বাজারে আয়োজিত এক মত বিনিময় সভায় স্থানীয় জনগণকে এসব প্রকল্প সম্পর্কে ধারণা দেয়া হয়। বাংলাদেশ সরকার ও উন্নয়ন সহযোগী জাইকার অর্থায়নে এ সব প্রকল্প বাস্তবায়ন করা হবে। ২০২২ সালে প্রকল্পের কাজ শেষ হবে বলে জানা গেছে।