ক্যারিয়ারের বেশিরভাগ কেটেছে পায়ের চোটের সঙ্গে যুদ্ধ করে। এবার যোগ হলো আঙুলের ইনজুরি। যে জন্র আগামী ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজাকে।
কিউইদের বিপক্ষে নিজের শেষ ওভারে বোলিং করতে এসে দ্বিতীয় বলে কোরি অ্যান্ডারসনের শট ফেরাতে গিয়ে ডানহাতে চোট পান মাশরাফি বিন মর্তুজা।
ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কথা বলার সময় হাতে ব্যান্ডেজ বেঁধে আসেন মাশরাফি।
পরে স্থানীয় একটি হাসপাতালে স্ক্যানের পর জানা যায় মাশরাফির ডান হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। আর মাঠের বাইরে থাকতে হবে দেড় থেকে দুই মাস। যদিও বিসিবি থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জাননো হয়নি।