ধবল ধোলাই এড়ানোর লড়াইয়ে সকালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টি সিরিজও ইতিমধ্যে হাতছাড়া করে ফেলেছে মাশরাফি বিন মতুর্জার নেতৃত্বাধীন দলটি।
আগামীকালকের ম্যাচটি টাইগারদের জন্য বলা যায় মর্যাদার লড়াই। এদিন জিততে না পারলে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশ সময় সকাল ৮টায় তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হলে দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর দ্বিপাক্ষিক কোনো সিরজে ৬-০তে ধবল ধোলাই হবে টাইগাররা। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জায় পড়তে হয়েছিলো বাংলাদেশ দলকে। নিউজিল্যান্ড সফরে একই লজ্জায় পড়তে যাচ্ছে সাকিব-তামিমরা।
হোয়াইটওয়াশ এড়াতে হলে আগামীকাল ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং এই তিন বিভাগে জ্বলে উঠতে হবে মাশরাফি-রিয়াদদের। পরাজয় এড়াতে দলের সিনিয়র-জুনিয়র সবাইকে নিজেরে সেরাটা দিতে হবে।