মোস্তাফিজুর রহমান নিজেই জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। দলের ফিজিও যদি সুবজ সংকেত দেন তাহলে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারেন কাটার মাস্টার।
সর্বনাশা ইনজুরির কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশ সেরা পেসারকে। ইনজুরি থেকে ফিরে চলমান নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে গত ২৬ ডিসেম্বর খেলেছেন দ্য ফিজ খ্যাত এই ক্রিকেটার। কিন্তু তাকে দ্বিতীয় ম্যাচে বিশ্রামে রাখা হয়।
পরপর দুই ম্যাচে হেরে বাংলাদেশ দল যখন হোয়াইটওয়াশের লজ্জায় পরার আশঙ্কায় ঠিক তখন অনেকেই মনেই প্রশ্ন শেষ ম্যাচে মুস্তাফিজ খেলবেন তো? এ ব্যাপারে মুস্তাফিজ নিজেই জানালেন তিনি খেলার জন্য প্রস্তুত। দলের ফিজিও চাইলেই মাঠে নেমে পড়বেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে খেলার প্রত্যাশা ব্যক্ত করে মুস্তাফিজ বলেন, আমি খেলার জন্য পুরোপুরি প্রস্তুত আছি। আমার কোনো সমস্যা নেই। কাঁধেও কোন ব্যথা নেই। ফিজিও চাইলে আমি খেলতে নামব।
উল্লেখ্য, আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের নেলসনের সেক্সটন ওভালে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানেড ম্যাচটি শুরু হবে।