বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, খেলাধূলা কখনোই সময় নষ্ট করে না। বরং একটি শিশুর মেধা ও মনন গঠন করতে বিপুলভাবে সাহায্য করে। শিশুর সুস্থ মেধা বিকাশের জন্য খেলাধূলার কোনো বিকল্প নেই। প্রত্যেক পিতামাতার উচিত ছেলে মেয়েদের সুষ্ঠু মেধা বিকাশের জন্য নিয়মিত খেলাধূলা করার সুযোগ করে দেওয়া। শনিবার বিকালে রাজধানীর সবুজবাগ থানায় শিশু কিশোর ক্রিকেট একাডেমির আয়োজনে অনুর্ধ-১৪ একাডেমি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আল আমিন, সাকিব হাসান সুইম, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লালন, সহ-সম্পাদক পিয়াল হাসান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বাইজিদ আহমেদ খান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ভালো মানের খেলোয়াড় হলে খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হয়। বাংলাদেশের জাতীয় ক্রিকেট টিম যখন খেলে তখন তারা খেলার মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। খেলায় শিশু কিশোর একাডেমি ১১ রানে গোল্ডেন বয়েসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সংবাদ শিরোনাম
খেলার মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশের প্রতিনিধিত্ব সুযোগ তৈরি হয়: জাকির হোসাইন
- Reporter Name
- আপডেট টাইম : ১০:২০:৩২ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬
- ৩৩৩ বার
Tag :
জনপ্রিয় সংবাদ