আগামীকাল মঙ্গলবার সকালে ফের মাঠে গড়াচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। তৃতীয় রাউন্ডের খেলা শেষে বন্ধ হয়ে যাওয়ার পর ফের শুরু হতে যাচ্ছে চারদিনের এই ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিটি খেলা সকাল সাড়ে নয়টায় শুরু হবে।
লিগের দুই স্তরের খেলায় প্রথম স্তরের ম্যাচে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেযিডয়ামে ঢাকা মেট্টোর প্রতিপক্ষ ঢাকা বিভাগ। একই স্তরের আরেক ম্যাচে সাভার বিপকেএসপির তিন নম্বর মাঠে খুলনা বিভাগের প্রতিপক্ষ বরিশাল বিভাগ।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের খেলায় রাজশাহীর প্রতিপক্ষ সিলেট বিভাগ। দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে সিলেট বিভাগী স্টেডিয়ামে রংপুর বিভাগের প্রতিপক্ষ চট্টগ্রাম বিভাগ।
আগের তিন রাউন্ডের খেলা শেষে প্রথম স্তরে ২৩ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে বরিশাল বিভাগ। ১৯ পয়েণ্ট নিয়ে দুয়ে খুলনা আর ১৫ ও ১৩ পয়েন্ট নিয়ে তিন এবং চারে অবস্থান ঢাকা মেট্টো-ঢাকা বিভাগের।
দ্বিতীয় স্তরে ৩৩ পয়েন্ট নিয়ে সবার উপরে রাজশাহী বিভাগ। ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রংপুর। ১৯ ও ১৮ পয়েন্ট আছে সিলেট ও চট্ট্রগ্রামের।