অস্ট্রেলিয়ার মাটিতে খুব বেশি ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি বাংলাদেশের। তাই কাছ থেকে মাশরাফি, তাসকিন, সাকিবদের সেভাবে দেখা হয়নি অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের। নিউজিল্যান্ড সফরের আগে সিডনিতে ১০ দিনের কন্ডিশনিং ক্যাম্প করছে বাংলাদেশ দল। বুধবার একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে মাশরাফিরা। শুক্রবার দ্বিতীয় ম্যাচ।
প্রথম ম্যাচে প্রচুর দর্শক হয়েছিল। দ্বিতীয় ম্যাচ নিয়ে আরো বেশি আগ্রহ দেখা যাচ্ছে স্থানীয়দের মধ্যে। এই দর্শকদের বেশিরভাগই বাংলাদেশি। শুধু ম্যাচে নয়, প্রাকটিসেও তারা জড়ো হচ্ছে মাঠে।
সিডনিতে মাশরাফিদের জন্য তেমন নিরাপত্তা ব্যবস্থা নেই। আর সেই সুযোগে খেলোয়াড়দের একদম কাছে আসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা।
প্রাকটিস সেশনের আগে ও পরে প্রিয় তারকাদের সঙ্গে সেলফি তুলছেন, অটোগ্রাফ নিচ্ছেন। খেলোয়াড়ারও কম বেশি সুযোগ করে দিচ্ছেন। বৃহস্পতিবার বাংলাদেশ দলের সুদর্শন ফাস্ট বোলার তাসকিন আহমেদকে পেয়ে রীতিমত ঘিরে ধরেন প্রবাসী ক্রিকেটপ্রেমীরা।
তবে সেটা বেশ উপভোগই করেছেন এই পেসার। ভক্তদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেছেন ফেসবুকে। সেখানে তাসকিন লিখেন, ‘আমার ভক্তদের জন্য ভালোবাসা রইল।’
সিডনিতে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে টাইগাররা। ২৬ ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। তার আগে একটি প্রস্তুতি ম্যাচে অংশ নিবেন মাশরাফিরা। নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে, সমান সংখ্যক টি-২০ ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ।