বিজয় দিবসে মিরপুরে জমবে ক্রিকেটারদের মিলনমেলা

ক্রিকেট থেকে অবসর নেয়ার পর সাবেকদের অনেকেই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত হয়ে পড়েছেন।আকরাম খান এবং খালেদ মাহমুদের মতো সাবেক তারকারা ক্রিকেটের সাথে আষ্টে-পৃষ্টে লেগে থাকলেও মাঠের খেলা থেকে বঞ্চিত। সাবেক ক্রিকেটাদের মাঠে ফেরাতে প্রতি বছরের ন্যায় এবারও প্রীতি ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মহান মুক্তিযুদ্ধে শহীদ জুয়েল এবং শহীদ মোস্তাকের স্মরণে প্রতিবছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ক্রিকেট ম্যাচ। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে মিরপুরে শহীদ জুয়েলের মুখোমুখি হবে শহীদ মোস্তাক একাদশ। বিজয় দিবস প্রীতি ম্যাচকে সামনে রেখে আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে বিসিবি।

শুক্রবার বিকেল সাড়ে তিনটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচে শহীদ জুয়েল একাদশের হয়ে খেলবেন: খালেদ মাসুদ পাইলট (অধিনায়ক), ফারুক আহমেদ, এনামুল হক মনি, শাহরিয়ার হোসেন বিদ্যুত, জাভেদ ওমর বেলিম, মেহরাব হোসেন অপি, তালহা জুবায়ের, জাহাঙ্গির আলম, হাসানুজ্জামান, নাঈমুর রশিদ রাহুল, মোহাম্মদ আলী, মোরশেদ আলী খান সুমন, শফিউদ্দিন আহমেদ বাবু, ও আনিসুর রহমান।

শহীদ শহীদ মোস্তাক একাদশের হয়ে খেলবেন- আকরাম খান (অধিনাক), হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, হারুনুর রশিদ লিটন, হান্নান সরকার, জামাল উদ্দিন বাবু, আলমগীর কবির, সাইফুল ইসলাম, সাজ্জাদ আহমেদ শিপন, সাইফুল্লাহ খান জিম ও হাসিবুল হোসেন শান্ত।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর