ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আসুসের সর্বাধুনিক স্মার্টফোন; টানা ৩৮ দিন থাকবে চার্জ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬
  • ৩৭০ বার

বর্তমান সময়ে প্রযুক্তি বাজারে চলছে তুমুল প্রতিযোগীতা। অার এই প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে নতুন নতুন সুবিধা আনছে প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান। গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সময়োপযোগী সুবিধা নিয়ে আসছে তারা।

এবার নতুন স্মার্টফোনের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস। সকল আধুনিক সুবিধা সহ স্মার্টফোনটিতে থাকছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি। যাতে একবার চার্জ দিলে সর্বোচ্চ ৩৮ দিন চার্জ থাকবে।

আসুস জেনফোন ম্যাক্স (জেড৫৫০কেএল) আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে কিছুদিন আগে।

আসুস তাদের ওয়েবসাইটে জানিয়েছে মোবাইল ফোনটির সব তথ্য। এটির স্ট্যান্ডবাই টাইম ৯১৪ ঘণ্টা বা ৩৮ দিন। অর্থাৎ একবার পুরো চার্জ দেয়ার পর ফোনটিকে যদি স্ট্যান্ডবাই মোডে রেখে দেয়া হয়, তাহলে ফোনে চার্জ থাকবে টানা ৩৮ দিন।

ফোনে আছে কাস্টম ক্রাফটেড লিথিয়াম পলিমার ব্যাটারি, যার এনার্জি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। বিশেষ প্রযুক্তির সাহায্যে সবচেয়ে অল্প জায়গায় সবচে’ বেশি এনার্জি ধারণ করতে পারে এ ব্যাটারি।

৮ জিবি ও ১৬ জিবি— ২ ধরনের র‌্যাম ভার্সনে পাওয়া যাবে ফোনটি। ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহার করা যাবে এ ফোনে। এতে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাটি হলো ৫ মেগাপিক্সেল।

ডুয়াল সিমের এ মোবাইলে আছে ৫.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ যেটি পরবর্তী ভার্সন মার্শালম্যালোতে আপগ্রেডেবল।

ফোনে একটানা কথা বললে, চ্যাট করলে চার্জ থাকবে ৩৭.৬ ঘণ্টা। একটানা ওয়াই-ফাই ব্রাউজিংয়ে চলবে ৩২.২ ঘণ্টা। আর টানা দেখা যাবে ২২.৬ ঘণ্টার ভিডিও।

আসুস জেনফোন ম্যাক্স ব্যবহার করা যাবে পাওয়ার ব্যাংক হিসেবেও। এর ওটিজি পোর্ট দিয়ে অন্য ডিভাইস চার্জ করা যাবে খুব স-হ-জে-ই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আসুসের সর্বাধুনিক স্মার্টফোন; টানা ৩৮ দিন থাকবে চার্জ

আপডেট টাইম : ১০:৪৪:১৩ অপরাহ্ন, বুধবার, ১৬ নভেম্বর ২০১৬

বর্তমান সময়ে প্রযুক্তি বাজারে চলছে তুমুল প্রতিযোগীতা। অার এই প্রতিযোগীতার বাজারে টিকে থাকতে নতুন নতুন সুবিধা আনছে প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান। গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে সময়োপযোগী সুবিধা নিয়ে আসছে তারা।

এবার নতুন স্মার্টফোনের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করতে যাচ্ছে প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান আসুস। সকল আধুনিক সুবিধা সহ স্মার্টফোনটিতে থাকছে সবচেয়ে শক্তিশালী ব্যাটারি। যাতে একবার চার্জ দিলে সর্বোচ্চ ৩৮ দিন চার্জ থাকবে।

আসুস জেনফোন ম্যাক্স (জেড৫৫০কেএল) আনুষ্ঠানিকভাবে বাজারে ছেড়েছে কিছুদিন আগে।

আসুস তাদের ওয়েবসাইটে জানিয়েছে মোবাইল ফোনটির সব তথ্য। এটির স্ট্যান্ডবাই টাইম ৯১৪ ঘণ্টা বা ৩৮ দিন। অর্থাৎ একবার পুরো চার্জ দেয়ার পর ফোনটিকে যদি স্ট্যান্ডবাই মোডে রেখে দেয়া হয়, তাহলে ফোনে চার্জ থাকবে টানা ৩৮ দিন।

ফোনে আছে কাস্টম ক্রাফটেড লিথিয়াম পলিমার ব্যাটারি, যার এনার্জি ক্যাপাসিটি ৫০০০ এমএএইচ। বিশেষ প্রযুক্তির সাহায্যে সবচেয়ে অল্প জায়গায় সবচে’ বেশি এনার্জি ধারণ করতে পারে এ ব্যাটারি।

৮ জিবি ও ১৬ জিবি— ২ ধরনের র‌্যাম ভার্সনে পাওয়া যাবে ফোনটি। ৬৪ জিবি পর্যন্ত মাইক্রো এসডি ব্যবহার করা যাবে এ ফোনে। এতে প্রাইমারি ক্যামেরা ১৩ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরাটি হলো ৫ মেগাপিক্সেল।

ডুয়াল সিমের এ মোবাইলে আছে ৫.৫ ইঞ্চি ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ললিপপ যেটি পরবর্তী ভার্সন মার্শালম্যালোতে আপগ্রেডেবল।

ফোনে একটানা কথা বললে, চ্যাট করলে চার্জ থাকবে ৩৭.৬ ঘণ্টা। একটানা ওয়াই-ফাই ব্রাউজিংয়ে চলবে ৩২.২ ঘণ্টা। আর টানা দেখা যাবে ২২.৬ ঘণ্টার ভিডিও।

আসুস জেনফোন ম্যাক্স ব্যবহার করা যাবে পাওয়ার ব্যাংক হিসেবেও। এর ওটিজি পোর্ট দিয়ে অন্য ডিভাইস চার্জ করা যাবে খুব স-হ-জে-ই।