দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় ধরে বিএনপির কঠিন দুঃসময়েও কিশোরগঞ্জ-৪ আসনসহ পুরো কিশোরগঞ্জ জেলার বিএনপি নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে ছিলেন এডভোকেট ফজলুর রহমান। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা অসংখ্য মামলায় তিনি স্বতঃস্ফূর্তভাবে আইনি লড়াই করেছেন, আগাম জামিনের জন্য ছুটেছেন আদালতে।
দলের এই নিবেদিতপ্রাণ নেতাকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কটূ মন্তব্য ও গালিগালাজমূলক পোস্ট দেখা যাচ্ছে। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা এসবের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন— “যারা আজ এডভোকেট ফজলুর রহমান সাহেবকে নিয়ে গালিগালাজ করছে, তাদের লজ্জার কোনো সীমা নেই। হাসিনার দমনপীড়নের আমলে তাদের নামে কোনো মামলা, হামলা বা নির্যাতন নেই, আবার আন্দোলন-সংগ্রামেও কোনো ভূমিকা নেই।”
তারা আরও বলেন, “এডভোকেট ফজলুর রহমান সাহেবকে বাদ দিয়ে কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির কোনো পরিকল্পনা থাকতে পারে না। কারণ পদ-পদবীর স্থগিতাদেশ থাকা সত্ত্বেও মনোনয়ন সাক্ষাৎকারে তাঁকে ডাকা বিএনপির কাছে তাঁর গ্রহণযোগ্যতারই প্রমাণ।”
রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা মনে করছেন, কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষের একমাত্র যোগ্য দাবিদার হচ্ছেন জননেতা এডভোকেট ফজলুর রহমান। তাদের বিশ্বাস, আগামী নির্বাচনে তাঁর হাতেই ধানের শীষের পতাকা তুলে দেবে বিএনপি— ইনশাআল্লাহ।
Reporter Name 

























