দামে সাশ্রয়ী এবং ৪ হাজার ৩৫০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি সুবিধা সম্পন্ন নতুন স্মার্টফোন বাজারে এনেছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনটেক্স। ফোনটির মডেল অ্যাকুয়া পাওয়া এম।
১৪৯.৫ এমএম দৈর্ঘ্য, ৭১.৫ এমএম প্রস্থ এবং ৮.৯ এমএম পুরত্বের ফোনটির ওজন ১৬০ গ্রাম। ফোনটিতে রয়েছে ৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে যা ২৯৪ পিপিআই ডেনসিটি সমৃদ্ধি এবং রেজুলেশন হলো ১২৮০x৭২০ পিক্মেল।
এক গিগাবাইট র্যামের এই ফোনে রয়েছে ৮ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। চাইলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ৩২ গিগাবাইট পর্যন্ত মেমোরি বৃদ্ধি করা যাবে। ইন্টারনাল ৮ গিগাবাইটের মধ্যে ৪.৪ গিগাবাইট মেমোরি ব্যবহার করা যাবে।
দুইটি সিম সমর্থনযোগ্য এই ফোন রয়েছে জিএসএম, ওয়াইফাই, ব্লুটুথ জিপিএস, এফএম রেডিও ইত্যাদি সুবিধা।
আকর্ষনীয় এই স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ভারতীয় মুদ্রামানে ৪ হাজার ৮০০ রুপি।