এই প্রথমবারের মতো বাজারে সৌরছাদ নিয়ে এসেছে বিশ্ববিখ্যাত মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। দুর্দান্ত এই এনার্জি প্রোডাক্ট বাড়ির ছাদে লাগানোর জন্য বিশেষ উপায়ে তৈরি এক ধরনের টাইলস। এর মধ্যে বিল্ট-ইন সোলার প্যানেল রয়েছে।
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সাল স্টুডিওতে বিশেষ এই ‘সোলার টাইলস’ উন্মোচন করেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। খবর বিবিসির। বিভিন্ন রঙ, স্টাইল ও ডিজাইনে পাওয়া যাবে এই সোলার টাইলস। তবে এখনও দাম সম্পর্কে কিছু জানানো হয়নি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাাবি করা হয়, প্রথাগত ছাদ তৈরি করে তার ওপর সোলার প্যানেল বসানোর চেয়ে সরাসরি সোলার টাইলস বসালে খরচ অনেকটাই কম হবে। বর্তমান সময়ে ব্যবহৃত সোলার প্যানেলের চেয়ে কাচের তৈরি এই সোলার টাইলস অনেক বেশি আকর্ষণীয়। এতে জনগণ এগুলো ব্যবহারে বেশি আগ্রহী হবে- এই উদ্দেশ্যেই নতুন এই পণ্যটি বাজারে আনা হয়েছে।