মিমির সঙ্গে রাজের বিচ্ছেদ পুরানো খবর। নতুন খবর হলো রাজেকে বিয়ে করতে যাচ্ছেন টলিউড নায়িকা শুভশ্রী গাঙ্গুলী। এক বছর পরেই নাকি তাদের বিয়ে। খবর জিনিউজের।
প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর রাজ চক্রবর্তী ব্রেকআপ নিয়ে বা নতুন প্রেম নিয় কোনো মন্তব্য করেননি।
শুভশ্রীও এই সব খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, যা যা লেখা হয়েছে, তার কোনো কিছুই সত্যি নয়। ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনও কথা বলে বেড়াই না। এমনকি আমার পরিবার, বাবা-মায়ের সঙ্গে কাটানো সময়টুকুও আমি ব্যক্তিগত রাখতে চাই। একজন পরিচালকের সঙ্গে অভিনেত্রীর বন্ধুত্ব হতেই পারে। অন্য কোনো দিকে মন দেওয়ার সময় এখন আমার নেই। পরবর্তী ছবির কাজ নিয়ে আমি অনেক ব্যস্ত।
ইস্তানবুলে শুটিংয়ের সময় লাইন প্রোডিউসার মিলির সঙ্গে মিমির বন্ধুত্বকে কেন্দ্র করেই ভেঙে যায় রাজ-মিমির ৫ বছরের প্রেম। আর এরপরই নায়িকা শুভশ্রীর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে রাজের। ‘অভিমান’ ছবির শুটিংয়ের সময় দুজনকে একসঙ্গে দেখা যায়। পুজোর পর তারা একসঙ্গে বিদেশেও ঘুরতে যান।
মিমি এই বিষয়ে মিমিকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, আমার এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। প্রত্যেক মানুষেরই ব্যক্তিগত জীবন আছে।
তবে মন্তব্য না করলেও মিমি ঠিকই রাজ-শুভশ্রীকে ‘অল দ্য বেস্ট’ জানিয়ে দিয়েছেন।