ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইরান ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে: খামেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১৩ বার

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে : ডিগবাজী সিআইএ’র :: আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ষ ইরানে হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন জার্মানির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই কথা বলেন। খামেনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র ‘এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি’। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’।

পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’। এর আগে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চ‚র্ণ-বিচ‚র্ণ হয়ে গিয়েছে।’ তিনি ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।’ ‘ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে,’ বলেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালক এ কথা বলেন। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। যদিও তিনি ইরানের পরমাণু কর্মসূচি ‘পুরোপুরি নির্মূল করা হয়েছে’ বলতে অস্বীকৃতি জানান। ফাঁস হওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা রয়েছে। প্রতিবেদন ফাঁস ও এটা নিয়ে ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার এক দিন পর সিআইএর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেছেন, হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।

আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টের আনা প্রস্তাব অনুমোদন করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফের মতে সংগঠনটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামী আইন এবং সংবিধানের পরিপন্থি বলে মনে করেনি এবং তা অনুমোদন করেছে। বুধবার ইরানের পার্লামেন্ট সদস্যরা ভিন্নতম পোষণ ছাড়াই পরিকল্পনাটি অনুমোদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী ‘ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হলে নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ দেয়ার মতো কার্যক্রম স্থগিত করা হবে।’

ইরানে হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন জার্মানির : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সোমবার বলেছেন যে, ইরানের উপর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের সমালোচনা করার কোনও কারণ নেই। ‘আমাদের বা ব্যক্তিগতভাবে আমার জন্য, এক সপ্তাহ আগে ইসরাইল যা শুরু করেছিল তার সমালোচনা করার কোনও কারণ নেই, এবং গত সপ্তাহান্তে আমেরিকা যা করেছে তার সমালোচনা করারও কোনও কারণ নেই,’ বিডিআই জার্মান শিল্প লবি গ্রæপ আয়োজিত এক অনুষ্ঠানে মের্জ বলেন। ‘হ্যাঁ, এটি ঝুঁকিমুক্ত নয়, তবে এটিকে যেমন ছিল তেমন রেখে দেওয়াও কোনও বিকল্প ছিল না,’ তিনি আরও বলেন। মের্জ বলেছেন যে, এটি স্পষ্ট যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে চলেছে। ‘ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে চলেছে তার প্রমাণ আর গুরুত্ব সহকারে বিতর্কিত হতে পারে না,’ তিনি বলেন। সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইরান ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড়’ দিয়েছে: খামেনি

আপডেট টাইম : ১২:২৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে : ডিগবাজী সিআইএ’র :: আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন ষ ইরানে হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন জার্মানির
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুদ্ধে প্রবেশ করেছে কারণ তারা মনে করেছিল যে যদি তা না হয়, তাহলে ইহুদিবাদী শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে’। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এই কথা বলেন। খামেনি আরও বলেন যে যুক্তরাষ্ট্র ‘এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি’। ইরান ‘বিজয়ী’ হয়ে উঠতে পেরেছে এবং ‘আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’।

পরবর্তী ইংরেজি ভাষার একটি বার্তায় খামেনি বলেছেন, ‘ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে’। এর আগে তিনি বলেন, ‘ইসলামী প্রজাতন্ত্রের আঘাতে জায়নিস্ট শাসন ব্যবস্থা তাদের সব দাবি ও অহংকারের সাথে প্রায় চ‚র্ণ-বিচ‚র্ণ হয়ে গিয়েছে।’ তিনি ইসরাইলের বিরুদ্ধে বিজয়ের জন্য জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘তৃতীয় বারের মতো অভিনন্দন, ইরানি জাতির ঐক্যের জন্য অভিনন্দন। প্রায় ৯ কোটি মানুষের একটি জাতি সশস্ত্র বাহিনীর সমর্থনে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছিল।’ ‘ইরানি জাতি তার স্বতন্ত্র চরিত্র প্রদর্শন করেছে এবং দেখিয়েছে যে, প্রয়োজনে এই জাতির পক্ষ থেকে একটিই কণ্ঠস্বর শোনা যাবে,’ বলেন তিনি।

ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মক ক্ষতিগ্রস্ত’ হয়েছে: যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন বাহিনীর হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা ‘মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হয়েছে। এসব হামলা ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাবকে খাটো করে দেখে মার্কিন গোয়েন্দাদের প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদন ফাঁস হওয়ার পর সিআইএর পরিচালক এ কথা বলেন। প্রতিবেদন ফাঁসের ঘটনায় ভীষণ ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এখন জন র‌্যাটক্লিফ বলেছেন, মার্কিন হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হয়েছে। যদিও তিনি ইরানের পরমাণু কর্মসূচি ‘পুরোপুরি নির্মূল করা হয়েছে’ বলতে অস্বীকৃতি জানান। ফাঁস হওয়া ওই গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো অক্ষত থাকার কথা বলা রয়েছে। প্রতিবেদন ফাঁস ও এটা নিয়ে ট্রাম্পের কড়া প্রতিক্রিয়ার এক দিন পর সিআইএর পরিচালক বিষয়টি নিয়ে মন্তব্য করলেন। প্রেসিডেন্ট ট্রাম্প আবারও দাবি করেছেন, হামলা চালিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ‘নিশ্চিহ্ন’ করা হয়েছে।

আইএইএ’র সাথে সহযোগিতা স্থগিতে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ইরানের পার্লামেন্টের আনা প্রস্তাব অনুমোদন করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফের মতে সংগঠনটি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাকে সরকারের সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা ইসলামী আইন এবং সংবিধানের পরিপন্থি বলে মনে করেনি এবং তা অনুমোদন করেছে। বুধবার ইরানের পার্লামেন্ট সদস্যরা ভিন্নতম পোষণ ছাড়াই পরিকল্পনাটি অনুমোদন করেছেন। পরিকল্পনা অনুযায়ী ‘ইরানের পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত না হলে নজরদারি ক্যামেরা স্থাপন, পরিদর্শন এবং সংস্থার বিরুদ্ধে অভিযোগ দেয়ার মতো কার্যক্রম স্থগিত করা হবে।’

ইরানে হামলায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে সমর্থন জার্মানির : জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ সোমবার বলেছেন যে, ইরানের উপর ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের সমালোচনা করার কোনও কারণ নেই। ‘আমাদের বা ব্যক্তিগতভাবে আমার জন্য, এক সপ্তাহ আগে ইসরাইল যা শুরু করেছিল তার সমালোচনা করার কোনও কারণ নেই, এবং গত সপ্তাহান্তে আমেরিকা যা করেছে তার সমালোচনা করারও কোনও কারণ নেই,’ বিডিআই জার্মান শিল্প লবি গ্রæপ আয়োজিত এক অনুষ্ঠানে মের্জ বলেন। ‘হ্যাঁ, এটি ঝুঁকিমুক্ত নয়, তবে এটিকে যেমন ছিল তেমন রেখে দেওয়াও কোনও বিকল্প ছিল না,’ তিনি আরও বলেন। মের্জ বলেছেন যে, এটি স্পষ্ট যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে চলেছে। ‘ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগিয়ে চলেছে তার প্রমাণ আর গুরুত্ব সহকারে বিতর্কিত হতে পারে না,’ তিনি বলেন। সূত্র : আল-জাজিরা, বিবিসি, রয়টার্স।