ইরানের সঙ্গে সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি করা নিয়ে আগামী সপ্তাহে আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র। বুধবার সাংবাদিকদের এমন কথাই জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
এ আলোচনায় চুক্তি হোক বা না-হোক তাতে কিছু আসে-যায় না বলেও মন্তব্য করেন তিনি।
পশ্চিমা সামরিক জোট ‘নেটো’ সম্মেলনের জন্য নেদারল্যান্ডসের হেগ শহরে রয়েছেন ট্রাম্প। সেখানেই তিনি একথা বলেন বলে জানিয়েছে সিএনএন।
নেটো সম্মেলন শেষে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেছেন, “আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে আলোচনায় বসতে চলেছি। হয়ত আমরা একটি চুক্তি সই করতে পারি। আমি ঠিক জানি না।
“আমার কাছে, এই চুক্তি যে হতেই হবে তা নয়। মানে আমি বলতে চাইছি, তারা যুদ্ধ করছিল, লড়ছিল। এখন তারা আবার নিজ জগতে ফিরে যাচ্ছে। ফলে কোনও চুক্তি হোক বা না হোক আমি পরোয়া করি না।”
“আমরা যে বিষয়টির অনুরোধ জানাব- সেটি আমরা আগেও জানিয়েছি, আর তা হল: আমরা পারমাণবিক অস্ত্র চাই না। তবে আমরা (ইরান) পারমাণবিক অস্ত্র ধ্বংস করেছি। এটা ধ্বংস হয়ে গেছে। ইরানের হাতে আর পারমাণবিক থাকবে না।”
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনায় কারা যোগ দেবে বা আলোচনা কোথায় হবে সে বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। ওদিকে, আলোচনার বিষয়ে ইরানের পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য প্রকাশ্যে আসেনি।
ট্রাম্প বলেন, “তাদের (ইরান) পারমাণবিক কর্মসূচি পরজগতে উড়ে গেছে। সেকারণে এ নিয়ে (পারমাণবিক চুক্তি) এত তাগিদ অনুভব করছি না। আমরা একটা ডকুমেন্ট পেলে সেটা খারাপ হবে না। আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি।”
যুক্তরাষ্ট্র ইরানকে এমন একটি ডকুমেন্ট সই করতে রাজি করাতে পারবে- সে বিশ্বাস আছে বলে জানিয়েছেন ট্রাম্প।
তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেছেন, এরকম একটি চুক্তি হওয়ার বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনায় বসার সদিচ্ছার ওপর।