জেলা (নেত্রকোণা) প্রতিনিধিঃ এবারের প্রতিপাদ্য বিষয় “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়”। পরিবেশ রক্ষা ও জলবায়ু সচেতসতায় বিশ্বের ন্যায় নেত্রকোনার মদনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ পালিত হয়।
বুধবার (২৫ জুন) সকালে মদন পৌর শহরে ময়লার ভাগাড় পরিস্কার-পরিচ্ছন্নতা উদ্বোধনের মাধ্য দিয়ে উপজেলা পৌর প্রশাসক অলিদুজ্জামান (ইউএনও) সকালে বিশ্ব পরিবেশ দিবসটি সূচনা করেন।
পরে, উপজেলা পরিষদ হতে এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন পাবলিক হল মাঠে এসে শেষ হয়। তারপর নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপত্বিত করেন নির্বাহী অফিসার অলিদুজ্জামান।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, পৌর সচিব জাহাঙ্গীর আলম, সাংবাদিক মোশাররফ হোসেন বাবুল, সাংবাদিক নিজাম তালুকদার ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকগণ।