ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ২৫ বার

ইরান-ইসরায়েল সংঘাতের সমাপ্তি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার। এরই মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তার বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ বলে জানিয়েছেন তেহরানের এক শীর্ষ কর্মকর্তা।

ঠিক যখন এমন আলোচনা চলছে তখন ইরানের রাজধানী তেহরানে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ মঙ্গলবার সকালে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী তা প্রতিহতের চেষ্টা করছে।

আলজাজিরা সূত্রে জানা গেছে, ইরান ও ইসরায়েল যখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তারপরে আজ সকালেই নতুন করে হামলা শুরু করে ইরান।

ইরান আগেই জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

সকালে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা জনসাধারণকে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এরআগে রয়টার্স, বিবিসি, সিএনএন ও আলজাজিরা সূত্রে জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করাতে সমর্থ হন। গতকাল সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা হয়।

যাদিও ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি। বরং তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানান, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

তিনি বলেন, ‘ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না।’

প্রসঙ্গত, নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন। হামলার জবাবে সামরিক প্রতিশোধ নয়, বরং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলা ছিল ‘খুবই দুর্বল’ এবং এতে আমাদের কোনো ক্ষতি হয়নি।’ একইসঙ্গে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ১৩টি ধ্বংস করা হয়েছে এবং একটি অন্যদিকে গিয়ে পড়েছে। হামলায় কোনো আমেরিকান বা কাতারের কোনো নাগরিক আহত হয়নি, এমনকি বড় ধরনের সম্পদেরও ক্ষতি হয়নি।’

উত্তেজনা হ্রাসে কাতারের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘কাতারের আমির যে শান্তির পক্ষে ভূমিকা রেখেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’ একইসঙ্গে তিনি ইসরায়েলকেও শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

আপডেট টাইম : ১০:১৭:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরান-ইসরায়েল সংঘাতের সমাপ্তি টানতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ক্ষেত্রে মধ্যস্থতা করছে কাতার। এরই মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে তার বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ বলে জানিয়েছেন তেহরানের এক শীর্ষ কর্মকর্তা।

ঠিক যখন এমন আলোচনা চলছে তখন ইরানের রাজধানী তেহরানে রাতভর অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শহরটির বিভিন্ন জায়গায় বিকট বিস্ফোরণের সংবাদ পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তেহরানের বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, তারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত শহরের বিভিন্ন অংশে বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। আজ মঙ্গলবার সকালে ইরান থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ক্ষেপণাস্ত্র শনাক্তের পর ইসরায়েলের সেনাবাহিনী তা প্রতিহতের চেষ্টা করছে।

আলজাজিরা সূত্রে জানা গেছে, ইরান ও ইসরায়েল যখন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ঠিক তারপরে আজ সকালেই নতুন করে হামলা শুরু করে ইরান।

ইরান আগেই জানিয়েছে, তারা এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই।

সকালে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা জনসাধারণকে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করার জন্য কাজ করছে।

এরআগে রয়টার্স, বিবিসি, সিএনএন ও আলজাজিরা সূত্রে জানা গেছে, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি ইরানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতিতে ইরানকে রাজি করাতে সমর্থ হন। গতকাল সোমবার রাতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা হয়।

যাদিও ইরান ও দখলদার ইসরায়েল কেউই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা দেয়নি। বরং তেহরানের একজন শীর্ষ কর্মকর্তা সিএনএনকে জানান, যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের বক্তব্য প্রতারণামূলক এবং ইরানের বিরুদ্ধে হামলার অজুহাত তৈরির অংশ।

তিনি বলেন, ‘ইরান প্রতিশোধমূলক হামলা আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে। আমরা কারোর কথায় কান দিচ্ছি না।’

প্রসঙ্গত, নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে ট্রাম্প শান্তির বার্তা দিয়েছেন। হামলার জবাবে সামরিক প্রতিশোধ নয়, বরং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবেলার ইঙ্গিত দেন তিনি।

ট্রাম্প লিখেছেন, ‘অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। ইরানের হামলা ছিল ‘খুবই দুর্বল’ এবং এতে আমাদের কোনো ক্ষতি হয়নি।’ একইসঙ্গে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য ইরানকে ধন্যবাদ।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ১৩টি ধ্বংস করা হয়েছে এবং একটি অন্যদিকে গিয়ে পড়েছে। হামলায় কোনো আমেরিকান বা কাতারের কোনো নাগরিক আহত হয়নি, এমনকি বড় ধরনের সম্পদেরও ক্ষতি হয়নি।’

উত্তেজনা হ্রাসে কাতারের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘কাতারের আমির যে শান্তির পক্ষে ভূমিকা রেখেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই।’ একইসঙ্গে তিনি ইসরায়েলকেও শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।