রমনা মেট্রোপলিটন থানাধীন ‘সচিবালয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যবস্থাপনায় চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে বর্তমান ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে সরকার অন্তর্বর্তীকালীন একটি ১০ সদস্যের প্রশাসনিক কমিটি গঠন করেছে।
সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধিত ২০০২ ও ২০১৩) এর ২২(২) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা সমবায় অফিসার সূত্রে জানা গেছে, সমিতির বিরুদ্ধে তদন্তে পাওয়া অভিযোগগুলো হচ্ছে— ক্ষমতার অপব্যবহার, অর্থ আত্মসাৎ, দায়িত্ব পালনে অবহেলা, রেকর্ড সংরক্ষণের ব্যর্থতা ও সাধারণ সদস্যদের স্বার্থহানিকর কার্যক্রম পরিচালনা।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, পূর্বে কমিটিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলেও তারা তা গ্রহণ করেননি এবং শুনানিতে উপস্থিত হননি। পরবর্তীতে বিশেষ সাধারণ সভা আয়োজনের নির্দেশ দিলেও তা মানা হয়নি। এসব অনিয়মের কারণে সমবায় আইন অনুযায়ী বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে।
*নতুন অন্তর্বর্তী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন:*
মো. গোলাম রাজ্জাক (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) ।
কমিটির অন্যান্য সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিত্ব করছেন। সদস্যদের মধ্যে আছেন :
কাজী জহিরুল ইসলাম (পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ) ।
মো. মোজাহিদুল ইসলাম সেলিম (মন্ত্রিপরিষদ বিভাগ) ।
মো. আশিকুল হক শহীদ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ।
মো. আবুল হাসনাত (লেজিসলেটিভ বিভাগ) ।
মো. মোফাচ্ছেল হোসেন (বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়) ।
মো. সোহরাব হোসেন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) ।
মো. আব্দুস সবুর (পরিবেশ ও বন মন্ত্রণালয়) ।
আব্দুল্লাহ আল মামুন (জনপ্রশাসন মন্ত্রণালয়) ।
মো. জাকির হোসেন (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়) ।
*কমিটির মেয়াদ:*
এই অন্তর্বর্তী কমিটি আগামী ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত দায়িত্ব পালন করবে এবং এ সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।