ঢাকা ০২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • ২২ বার

ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরইমধ্যে বেশ কিছু ড্রোন ও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে আল জাজিরা বলেছে, ইরানি বাহিনী ইসফাহান শহরে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়।

এছাড়া সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যককমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনি বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।’ ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না এবং তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

এদিকে ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যেও পরিপূর্ণভাবে সচল রয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-এমনটি জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইতোমধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের পোস্ট করা ওই ভিডিওতে তেহরানের আকাশে বিস্ফোরণ দেখা যাচ্ছে। যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করছে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইসরায়েলি ড্রোন ও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

আপডেট টাইম : ০৬:৪৪:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। পূর্ণভাবে সচল হয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এরইমধ্যে বেশ কিছু ড্রোন ও একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

আজ বুধবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির বরাতে আল জাজিরা বলেছে, ইরানি বাহিনী ইসফাহান শহরে একটি ইসরায়েলি হার্মিস ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। সম্প্রচার সংস্থাটি ভূপাতিত করা মনুষ্যবিহীন বিমানের ফুটেজও প্রকাশ করেছে, যা নজরদারির জন্য ব্যবহৃত হয়।

এছাড়া সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, তেহরান প্রদেশের ভারমিন্ট শহরের জাভাদাবাদ এলাকায় একটি এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস করেছে ইরানি বাহিনী। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

এদিকে ইরানের বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরায়েলের হামলায় দেশটির বেশ কিছু সংখ্যককমান্ডার, বিজ্ঞানী এবং বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশে ভিডিও বার্তা দিয়েছেন।

জাতির উদ্দেশে দেয়া ভাষণে খামেনি বলেন, ‘ইহুদিবাদী ইসরায়েল বড় ভুল করে ফেলেছে, মারাত্মক ভুল করেছে এবং এর পরিণতিতে দখলদার ইসরায়েল অসহায় হয়ে পড়বে ইনশাআল্লাহ।’ ইরানি জাতি শহিদদের মূল্যবান রক্ত বৃথা যেতে দেবে না এবং তারা তাদের দেশের আকাশসীমা লঙ্ঘন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি ব্যক্ত করেন তিনি।

এদিকে ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের মধ্যেও পরিপূর্ণভাবে সচল রয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা-এমনটি জানিয়েছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইতোমধ্যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হওয়ার একটি ভিডিও ফুটেজও প্রকাশ্যে এসেছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করছে।

এদিকে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের পোস্ট করা ওই ভিডিওতে তেহরানের আকাশে বিস্ফোরণ দেখা যাচ্ছে। যেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করছে আগত ক্ষেপণাস্ত্রগুলোকে।