অবরুদ্ধ গাজা উপত্যকায় সংবাদ পরিবেশন নিয়ে পক্ষপাতমূলক আচরণ করছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।যুক্তরাজ্যভিত্তিক মিডিয়া পর্যবেক্ষণ সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম) এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সংস্থাটি জানায়, গাজা যুদ্ধে কৌশলে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিবিসি।
সংস্থাটি জানায়, বিবিসির ৩৫ হাজারেরও বেশি কনটেন্ট নিয়ে তারা গবেষণা করেছেন। সেখানে দেখা গেছে, ইসরায়েলি নিহতের খবর গাজায় নিহতের খবরের চেয়ে ৩৩ শতাংশ বেশি গুরুত্ব পেয়েছে। নিহতের সংখ্যা ও আবেগপূর্ণ ভাষা ব্যবহারের প্রচেষ্টাও দেখা গেছে।
মিডিয়া মনিটর জানায়, গাজাবাসীরা ইসরায়েলের চেয়ে ৩৪ শতাংশ বেশি দুর্ভোগে রয়েছে। তারপরও গুরুত্ব বেশি পেয়েছে ইসরায়েলিদের মৃত্যুর খবর। এ ছাড়া নিহত ইসরায়েলিদের ক্ষেত্রে ৪ গুণ বেশি মানবিক ভাষা ব্যবহার করেছে তারা। েইসরায়েলিদের জন্য ‘হত্যা’ বলা হয়েছে ২২০ বার। আর ফিলিস্তিনিদের জন্য একবার।
ইসরায়েলিদের হত্যার ক্ষেত্রে ‘হত্যাযজ্ঞ’ শব্দটি ব্যবহার করা হয়েছে ফিলিস্তিনিদের চেয়ে ১৮ গুণ বেশি। এ ছাড়া গণহত্যার অভিযোগ নিয়ে বিবিসি অনেক কম সংবাদ পরিবেশন করেছে। ইসরায়েলি নেতাদের বক্তব্যে এমন আলামত থাকলে তা এড়িয়ে গেছে সংবাদমাধ্যমটি।
বিবিসির রেডিও ও টিভিতে ফিলিস্তিনিদের চেয়ে ইসরায়েলিদের সাক্ষাতকার বেশি নেওয়া হয়েছে। ১০৮৫ জন ফিলিস্তিনি ও ২৩৫০ জন ইসরায়েলি। এ ছাড়া বিবিসির প্রেজেন্টার ইসরায়েলিদের হয়ে অন্তত ১১গুণ বেশি কথা বলেছেন।
সেন্টার ফর মিডিয়া মনিটরিং জানিয়েছে, তারা এই গবেষণার জন্য ৩ হাজার ৮৭৩টি আর্টিকেল, ৩২ হাজার ৯২টি নিউজ প্যাকেজ বিশ্লেষণ করেছে। এতে বিবিসির সংবাদ পরিবেশনে মনে হতে পারে গাজাবাসী দুর্দশা কম ও ইসরায়েলিরা বেশি কষ্ট আছে। কাঠামোগতভাবে ও কৌশলেই বিবিসি এমন সংবাদ পরিবেশন করেছে।