ইরান-ইসরায়েল সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র কিছু একটা করতে যাচ্ছে বলে জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কানাডায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি যুদ্ধবিরতি প্রস্তাব পেশ করতে যাচ্ছে।’
তবে ম্যাক্রনের এ দাবি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প লিখেছেন, ‘ভুল! আমি এখন কেন ওয়াশিংটন যাচ্ছি তার সম্পর্কে ম্যাক্রনের কোনো ধারণা নেই।’
তিনি লেখেন, ‘তবে যুদ্ধবিরতির সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই। কারণ এর চেয়েও বড় কিছু।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইচ্ছাকৃতভাবে হোক বা না হোক, ইমানুয়েল সবসময় ভুল বোঝেন।’
ম্যাক্রন সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় খবর আসে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ম্যাক্রন বলেন, ‘ইরান-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে, যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। এটা ভালো একটি দিক।’
ম্যাক্রন বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে, তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে।’
তবে ফরাসি প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, ‘তেহরানে সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল।’
তিনি বলেন, ‘যারা মনে করেন, বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে ‘উদ্ধার’ করা যায়, তারা বরাবরই ভুল করে এসেছেন।’
বিশ্লেষকরা বলছেন, ম্যাক্রনের এসব বক্তব্যের পর মার্কিন প্রেসিডেন্ট যে মন্তব্য করেছেন তাতে ভিন্ন কিছুর ইঙ্গিত দেয়। ধারণা করা হচ্ছে- তেহরানে বড় কিছু ঘটাতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।