গাজীপুরের শ্রীপুরে চাকরির প্রলোভনে ডেকে নিয়ে এটিএম বুথে পোশাক শ্রমিককে ধর্ষণে অভিযুক্ত মো. লিটন মিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার পৌর সভার আনসার রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। শ্রীপুরের মুলাইদ গ্রামের আতাব উদ্দিনের বাড়িতে ভাড়ায় থেকে লিটন ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা প্রহরী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী ছিলেন।
ওই প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তিনি শ্রীপুরের এমসি বাজার এলাকার তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথে দায়িত্বরত ছিলেন।
জানা যায়, মুলাইদ গ্রামের তালহা স্পিনিং মিলের সামনে স্থাপন করা ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা প্রহরী ছিলেন লিটন। এক নারী পোশাক শ্রমিককে বেশি বেতনের চাকরির প্রলোভনে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। ভিকটিমের বাবা বাদী হয়ে শ্রীপুর থানায় লিটনের বিরুদ্ধে মামলা করেন। ঘটনার পর থেকে পুলিশ লিটনকে গ্রেপ্তারের অভিযান চালায়।
এ সময় তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ লিটনের অবস্থান নিশ্চিত হয়। এক পর্যায়ে গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার আনসার রোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মহম্মদ আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এটিএম বুথে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওা মাত্রই মামলা রুজু করা হয়। তাৎক্ষনিক অভিযুক্তকে গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়। আজ তাকে অঅদালতে সোপর্দ করা হবে।