ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৭, আহত ১৩৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • ২৪ বার

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের চালানো দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৩৩ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, তারা এখন পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় কার্যত মুক্তভাবে অভিযান চালাচ্ছে। ইরানের হামলায় মধ্য ইসরায়েলের বাত ইয়াম, রেহেভোত, বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও রামাত গানসহ বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানায়, বাত ইয়ামে হামলায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন অন্তত ৩০ জন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রেহেভোতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে উত্তর ইসরায়েলের ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত শহরে খাতিব পরিবারের ৫ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই আরব ইসরায়েলি নাগরিক। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিক হলেও দীর্ঘদিন ধরেই তারা বৈষম্যের শিকার।

হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও রামাত গানেও অবকাঠামো ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিস্তারিত সংখ্যা এখনো জানানো হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী প্রথম দফা হামলার পর দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়। তবে বর্তমানে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ওমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, তারা এখনো আলোচনার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে প্রথম দুজনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ — তারা হলেন ইসরায়েল আলোনি ও ইতি কোহেন অ্যাঞ্জেল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ইরানের দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৭, আহত ১৩৩

আপডেট টাইম : ১১:৪৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের চালানো দুই দফা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৭ জন নিহত এবং ১৩৩ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত এই হামলা চালানো হয়।

ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানায়, তারা এখন পশ্চিম ইরান থেকে তেহরান পর্যন্ত আকাশসীমায় কার্যত মুক্তভাবে অভিযান চালাচ্ছে। ইরানের হামলায় মধ্য ইসরায়েলের বাত ইয়াম, রেহেভোত, বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও রামাত গানসহ বেশ কয়েকটি স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড আদম জানায়, বাত ইয়ামে হামলায় ৬০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন অন্তত ৩০ জন; যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রেহেভোতে আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

এর আগে উত্তর ইসরায়েলের ফিলিস্তিনি-ইসরায়েলি অধ্যুষিত শহরে খাতিব পরিবারের ৫ সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতরা সবাই আরব ইসরায়েলি নাগরিক। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ওই এলাকায় আশ্রয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হতাহতের সংখ্যা বেশি হয়েছে। আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ফিলিস্তিনি ইসরায়েলের নাগরিক হলেও দীর্ঘদিন ধরেই তারা বৈষম্যের শিকার।

হামলায় বাণিজ্যিক রাজধানী তেলআবিব ও রামাত গানেও অবকাঠামো ক্ষতির খবর পাওয়া গেছে। তবে হতাহতের বিস্তারিত সংখ্যা এখনো জানানো হয়নি।

ইসরায়েলের সেনাবাহিনী প্রথম দফা হামলার পর দেশটির নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়। তবে বর্তমানে সেই নির্দেশনা প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ওমানের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য আলোচনা বর্তমানে স্থগিত রয়েছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, তারা এখনো আলোচনার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে প্রথম দুজনের পরিচয় প্রকাশ করেছে ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ — তারা হলেন ইসরায়েল আলোনি ও ইতি কোহেন অ্যাঞ্জেল।