ইসরায়েলকে যত শিগগির সম্ভব ইরানে সামরিক হামলা বন্ধ করতে বলল জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। দেশটির জাতিসংঘ মিশনের সদস্য ও রাষ্ট্রদূত ফু কং বলেছেন, এই সংঘাতের ফলাফল বা পরিণীতি নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন।
ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শুক্রবার ইরানে ইসরায়েলের হামলার পর জরুরি বৈঠক আহ্বান করে নিরাপত্তা পরিষদ। বৈঠকে চীনের পক্ষে ফু কং বলেন, ‘ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার ওপর হামলা করেছে ইসরায়েল। আমরা এই হামলার সম্পূর্ণ বিরোধিতা করছি। সেই সঙ্গে ইসরায়েলের প্রতি আহ্বান জানচ্ছি—যত শিগগির সম্ভব সংঘাত থামান এবং ঝুঁকিপূর্ণ সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকুন। কারণ সংঘাতকে আরও বাড়তে দিলে পুরো মধ্যপ্রাচ্যে তা ছড়িয়ে পড়বে এবং এর পরিণতি বা ফলাফল হবে ভয়াবহ।’
সবশেষ খবর অনুযায়ী, ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত ৬৩ জন আহত হয়েছে। একজন নিহত হয়েছেন। ধসে গেছে অনেক ভবন।
ইসরায়েলের জরুরি সেবা বিষয়ক সংস্থা মেগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) জানিয়েছে, ‘কয়েক মিনিট ‘রেড অ্যালার্ট’ সংকেত বাজার পর পরই হামলার খবর মেলে। এমডিএ-এর জরুরি চিকিৎসাকর্মী ও প্যারামেডিক দল সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে যান।’
এর আগে গতকাল রাত থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিবে মুহূর্মুহূ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ছোড়া মিসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর মিলেছে। আইডিএফের মুখপাত্র এফি ডেফরিন বলেন, কিছু আঘাত হয়েছে, তবে বেশিরভাগই প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, রাতে আরও হামলা হতে পারে, তাই সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে অনুরোধ করা হচ্ছে।