সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশনা অমান্য করে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলা, উচ্চস্বরে মাইক বাজানো ও ডিজে পার্টি করে জনউপদ্রব সৃষ্টির দায়ে ছয়টি পর্যটকবাহী ট্রলার ও হাউজবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি হাউজবোটকে পাঁচ হাজার টাকা ও পাঁচটি পর্যটকবাহী ট্রলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার (১০ জুন) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার, শহীদ সিরাজ লেক ও পাতারগাঁও সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসেম এই জরিমানা করেন।
জানা গেছে, ঈদের ছুটি উপলক্ষে গত কয়েকদিন ধরে জামালগঞ্জ, শাল্লা, মধ্যনগর, কলমাকান্দাসহ দেশের বিভিন্ন স্থান থেকে শতশত পর্যটক টাঙ্গুয়ার হাওরে আসছেন। পর্যটকবাহী নৌযানে উচ্চস্বরে মাইক বাজানো, প্লাস্টিকের বর্জ্য হাওরে ফেলা এবং গণউপদ্রব সৃষ্টি করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শহীদ সিরাজ লেক এলাকার সব হাউজবোট ও ট্রলারের মাঝি এবং পর্যটকদের নিয়ে প্লাস্টিক বর্জ্য, বোতল ও অন্যান্য পরিবেশ দূষণকারী বর্জ্য পরিষ্কার করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শহীদ সিরাজ লেক এলাকায় একটি হাউজবোটকে নিষিদ্ধ প্লাস্টিক বর্জ্য ব্যবহার ও দূষণের দায়ে পাঁচ হাজার টাকা এবং পাঁচটি পর্যটকবাহী ট্রলারে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পর্যটক ও মাঝিদের সতর্ক করা হয়।