ঢাকা ০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ফেসবুক পেজে এক কোটি দর্শক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬
  • ২৭৮ বার

গত সাত দিনে এক কোটিরও বেশি অনলাইন ব্যবহারকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজ ভিজিট করেছেন। দলটির ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানের লাইভ স্টিমিং উপভোগ করেছেন সাত লাখেরও বেশি দর্শক।

১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে এক কোটিরও বেশি অনলাইন ইউজার দলটির ফেসবুক পেজের মাধ্যমে এই অভিযানে অংশ নেয় বলে দলের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সাত দিনে (শনিবার পর্যন্ত) আওয়ামী লীগের ফেসবুক পেজের বিভিন্ন কার্যক্রমে এক কোটির বেশি দর্শক ছিল। দলটির ইতিহাস, সংগ্রাম, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন কাজ নিয়ে করা পোস্টার, ব্যানার এবং বিশেষ প্রতিবেদনগুলো দলের নেতা-কর্মীরা নিজেদের টাইমলাইনে ভাগ করে নিয়েছেন।

দলের ফেসবুক পেজে সম্মেলনের প্রথম দিনের সম্পূর্ণটাই সরাসরি দেখানো হয়। এর পাশাপাশি সার্বক্ষণিক সর্বশেষ ঘটনাও ফেসবুক পেজ এবং টুইটারে দেওয়া হয়। সাত লাখের বেশি দর্শক সম্মেলন দেখেন।

সিআরআইয়ের নির্বাহী কর্মকর্তা সাব্বির বিন শামস বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে দলের তৃণমূল কর্মীরা যাতে সংহতি জানাতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ছড়িয়ে দেওয়া এবং দলটির উজ্জ্বল অতীতের বিষয়ে জনগণকে জানাতে চেষ্টা করেছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ফেসবুক পেজে এক কোটি দর্শক

আপডেট টাইম : ১১:৫৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অক্টোবর ২০১৬

গত সাত দিনে এক কোটিরও বেশি অনলাইন ব্যবহারকারী ক্ষমতাসীন আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফাইড পেজ ভিজিট করেছেন। দলটির ২০তম জাতীয় সম্মেলনের অনুষ্ঠানের লাইভ স্টিমিং উপভোগ করেছেন সাত লাখেরও বেশি দর্শক।

১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবরের মধ্যে এক কোটিরও বেশি অনলাইন ইউজার দলটির ফেসবুক পেজের মাধ্যমে এই অভিযানে অংশ নেয় বলে দলের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। খবর বাসসের।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত সাত দিনে (শনিবার পর্যন্ত) আওয়ামী লীগের ফেসবুক পেজের বিভিন্ন কার্যক্রমে এক কোটির বেশি দর্শক ছিল। দলটির ইতিহাস, সংগ্রাম, শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিভিন্ন কাজ নিয়ে করা পোস্টার, ব্যানার এবং বিশেষ প্রতিবেদনগুলো দলের নেতা-কর্মীরা নিজেদের টাইমলাইনে ভাগ করে নিয়েছেন।

দলের ফেসবুক পেজে সম্মেলনের প্রথম দিনের সম্পূর্ণটাই সরাসরি দেখানো হয়। এর পাশাপাশি সার্বক্ষণিক সর্বশেষ ঘটনাও ফেসবুক পেজ এবং টুইটারে দেওয়া হয়। সাত লাখের বেশি দর্শক সম্মেলন দেখেন।

সিআরআইয়ের নির্বাহী কর্মকর্তা সাব্বির বিন শামস বলেন, অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সঙ্গে দলের তৃণমূল কর্মীরা যাতে সংহতি জানাতে পারেন, সে জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সরকারের উন্নয়নমূলক কাজগুলোকে সামাজিক যোগাযোগমাধ্যমের সাহায্যে ছড়িয়ে দেওয়া এবং দলটির উজ্জ্বল অতীতের বিষয়ে জনগণকে জানাতে চেষ্টা করেছি।