ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সৌদির ৪৩৬ হজ এজেন্সি বন্ধ, গ্রেপ্তার ৪৬২

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১১ বার

চলতি বছরে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহনের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ৩১ জন সৌদি নাগরিক রয়েছেন।

এই লঙ্ঘনকারীদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, অ-সৌদিদের জন্য দেশ থেকে বহিষ্কার এবং ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অননুমোদিত হাজিদেরও ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্য একটি ঘটনায়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কর্নেল আল শালহুব হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অফিসিয়াল নির্দেশনা মেনে চলেন এবং বিশেষ করে তাশরিকের দ্বিতীয় দিনে মিনা ছাড়ার পরিকল্পনাকারী হাজিরা তাদের নির্ধারিত সময় পর্যন্ত তাঁবুতে অবস্থান করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও বাসিন্দাদের হজ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। নিরাপদ ও সুষ্ঠু হজ নিশ্চিত করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সৌদির ৪৩৬ হজ এজেন্সি বন্ধ, গ্রেপ্তার ৪৬২

আপডেট টাইম : ০৬:২২:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫

চলতি বছরে ভুয়া এজেন্সির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। দেশটির এবার শত শত ভুয়া হজ ক্যাম্পেইন (এজেন্সি) বন্ধ করে দিয়েছে। এছাড়া এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত ৪৩৬টি অবৈধ হজ ক্যাম্পেইন বন্ধ করা হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে অন্তত ৪৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ব্যক্তি ভুয়া কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন।

মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক মুখপাত্র কর্নেল তালাল আল শালহুব জানান, হাজিদের নিরাপত্তা ও তাদের পবিত্র ধর্মীয় আচার পালনের সুব্যবস্থা নিশ্চিত করতে এই অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন অননুমোদিত ক্যাম্পেইন প্রচারকারী এবং প্রয়োজনীয় অনুমতি ছাড়া পবিত্র স্থানে প্রবেশে সহায়তাকারী ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানায়, হজ অনুমতি ছাড়া মক্কায় ১৯৭ জনকে পরিবহনের সঙ্গে জড়িত ৪৯টি আলাদা আইন লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৮ জন প্রবাসী এবং ৩১ জন সৌদি নাগরিক রয়েছেন।

এই লঙ্ঘনকারীদের ১ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড, অ-সৌদিদের জন্য দেশ থেকে বহিষ্কার এবং ১০ বছরের প্রবেশ নিষেধাজ্ঞা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন বাজেয়াপ্তের মতো শাস্তির মুখোমুখি হতে হবে। অননুমোদিত হাজিদেরও ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

অন্য একটি ঘটনায়, অনুমতি ছাড়া মক্কায় প্রবেশের চেষ্টাকালে ৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সবাইকে আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

কর্নেল আল শালহুব হাজিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন অফিসিয়াল নির্দেশনা মেনে চলেন এবং বিশেষ করে তাশরিকের দ্বিতীয় দিনে মিনা ছাড়ার পরিকল্পনাকারী হাজিরা তাদের নির্ধারিত সময় পর্যন্ত তাঁবুতে অবস্থান করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব নাগরিক ও বাসিন্দাদের হজ নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে। নিরাপদ ও সুষ্ঠু হজ নিশ্চিত করার জন্য এ আহ্বান জানানো হয়েছে।