📌 রুট ক্যানাল কী ?
রুট ক্যানাল চিকিৎসা (Root Canal Treatment বা RCT) হলো একটি আধুনিক দাঁতের চিকিৎসা পদ্ধতি যেখানে দাঁতের ভিতরের সংক্রমিত বা পচে যাওয়া নার্ভ ও টিস্যু (pulp) সরিয়ে, সেই জায়গাটি পরিষ্কার করে ও পূরণ করা হয় বিশেষ পদার্থ দিয়ে।
🦠 কেন রুট ক্যানাল প্রয়োজন হতে পারে ?
দাঁতে গভীর ক্যাভিটি (গর্ত)
দুর্ঘটনায় দাঁত ভেঙে গিয়ে নার্ভে আঘাত
পুরনো ফিলিংয়ের নিচে ইনফেকশন
দীর্ঘস্থায়ী দাঁতের ব্যথা বা স্পর্শকাতরতা
গরম/ঠান্ডায় ব্যথা হওয়া
চিবানোর সময় ব্যথা বা অস্বস্তি
দাঁতের গোড়ায় ফোলা বা পুঁজ।
⚙️ রুট ক্যানাল চিকিৎসার ধাপ :
১. এক্স-রে ও মূল্যায়ন – দাঁতের ভিতরের অবস্থা জানা।
২. লোকাল অ্যানেস্থেসিয়া – ব্যথাহীন চিকিৎসার জন্য অবশ করা।
৩. গর্ত করে ভিতরের নার্ভ (pulp) অপসারণ।
৪. ক্লিনিং ও ড্রাই করা – জীবাণুমুক্ত ও শুকনো করা।
৫. মেডিসিন প্রয়োগ (যদি দরকার)।
৬. ফাইনাল ফিলিং – বিশেষ পদার্থ দিয়ে ফাঁকা স্থান পূরণ।
৭. ক্যাপ (Crown) বসানো – দাঁতের সুরক্ষা ও শক্তির জন্য।
✅ রুট ক্যানাল চিকিৎসার উপকারিতা :-
সংক্রমিত দাঁত রক্ষা করা যায়
ব্যথা ও ফোলা থেকে মুক্তি
চেহারার স্বাভাবিকতা বজায় থাকে
চিবানোর ক্ষমতা অক্ষুণ্ণ থাকে
দাঁত তোলার প্রয়োজন হয় না।
❗ চিকিৎসা না করলে কী হতে পারে ?
সংক্রমণ ছড়িয়ে যেতে পারে হাড় বা পাশের দাঁতে।
দাঁতের গোড়ায় পুঁজের থলি (abscess)
তীব্র ব্যথা বা ফোলা।
শেষ পর্যন্ত দাঁত তোলার প্রয়োজন হতে পারে।
🕓 কতদিন লাগে ?
সাধারণত ১ থেকে ৩ টি সিটিং লাগে
জটিল ইনফেকশনে আরও বেশি সময় লাগতে পারে
🧼 চিকিৎসার পর করণীয় :-
চিকিৎসকের দেওয়া ওষুধ ঠিকমতো খাওয়া
প্রথম ১–২ দিন নরম খাবার খাওয়া
দাঁতে চাপ না দেওয়া।
ক্যাপ না বসানো পর্যন্ত শক্ত খাবার চিবানো এড়ানো।
🏥 আপনার পাশে :-
Everyday Dental Surgery & Implant Center
আমরা দিচ্ছি ব্যথাহীন, আধুনিক রুট ক্যানাল চিকিৎসা বিশেষজ্ঞ ডেন্টিস্ট দ্বারা।
📞 যোগাযোগ: 01721049846
📍 ঠিকানা: এভরিডে ডেন্টাল সার্জারি ও ইমপ্ল্যান্ট সেন্টার।
৪৭৬/সি, আজাদ টাওয়ার, তৃতীয় তলা। ইবনে সিনার বিপরীতে (রূপালী ব্যাংক মালিবাগ শাখার উপরে)।
আপনার দাঁত বাঁচান, ব্যথা মুক্ত হাসি ফিরিয়ে আনুন !
রুট ক্যানাল – দাঁতের শেষ ভরসা নয়, প্রথম বাঁচানোর চেষ্টা।
.মানবেন্দ্র দাস(শিমুল) (প্রস্থোডন্টিস্ট)
বি.ডি.এস(ডি.ইউ),ডি.প্রস্থোডন্টিক্স(সি.এম.এইচ)
এম.পি.এইচ(বি.ও.ইউ),পি.জি.ডি(এম.ডি.সি)
ফেলো-ট্রেইনী(ও.এম.এফ.এস) ও (এন্ডোডন্টিক্স)- (বিস.এস.এম.এম.ইউ – সাবেক পিজি হাসপাতাল)( ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল)(শহীদসোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল) এডভান্সড ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি ট্রেনিং –
(ভারত, ইউ.এস.এ, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া) ওরাল, ডেন্টাল স্পেশালিস্ট ও প্রস্থোডন্টিক্স ইমপ্ল্যান্ট সার্জন
বি.এম.ডি.সি রেজি : ৫৬৪৮