পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে গত মাসে পাকিস্তানের সঙ্গে যুদ্ধপরিস্থিতিতে নিজেদের যুদ্ধবিমান হারানোর বিষয়টি প্রথমবারের মতো স্বীকার করেছে ভারত। তবে কতটা যুদ্ধবিমান খুইয়েছে তারা তা স্পষ্ট করেনি। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় সশস্ত্র বাহিনীর চিফ অব ডিফেন্স স্টাফ অনিল চৌহান এ নিয়ে মন্তব্য করেছেন।
সাক্ষাৎকারে চৌহান বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়া গুরুত্বপূর্ণ নয় বরং কেন সেগুলো ভূপাতিত হয়েছে সেটিই গুরুত্বপূর্ণ। তবে তিনি পাকিস্তানের দাবিকে ‘পুরোপুরি ভুল’ বলেও দাবি করেন। চৌহানের ভাষায়Ñ ‘কেন সেগুলো ভূপাতিত হলো, কী ভুল হয়েছিলÑ এগুলো গুরুত্বপূর্ণ। সংখ্যা গুরুত্বপূর্ণ নয়।’ তিনি আরও বলেন, ‘ভালো বিষয় হলো যে কৌশলগত ভুল আমরা করেছি সেগুলো বুঝতে সক্ষম হই। সেই ভুল শুধরে দুদিন পর আবার সেগুলো প্রয়োগ করি, আবার আমাদের সব যুদ্ধবিমান ওড়াই এবং দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হানি।’
সিঙ্গাপুরে শাংগ্রি-লা ডায়ালগে উপস্থিত ছিলেন অনিল চৌহান। সেখানেই তিনি সাক্ষাৎকারটি দেন। ওই সাক্ষাৎকারে পাকিস্তানের দাবি অনুযায়ী ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করার বিষয়টি ‘একেবারে ভুল’ বলে আখ্যা দেন তিনি।
উল্লেখ্য, ২২ এপ্রিল পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হন। এর জেরে ৭ মে পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। এতে দুই দেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধপরিস্থিতি তৈরি হয়। পাকিস্তান প্রথমে দাবি করে, তারা ভারতের ৫টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং এর মধ্য দিয়েই তারা ভারতের হামলার জবাব দিয়েছে। পরবর্তী সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, তাদের সেনারা ভারতের ৬টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এ নিয়ে ভারত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এর আগে ভারতের এয়ার অপারেশন্সের মহাপরিচালক এয়ার মার্শাল একে ভারতী সাংবাদিকদের বলেছিলেন, ‘ক্ষয়ক্ষতি যুদ্ধেরই একটি অংশ’।