ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে “শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন” শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন করা হয়।
বুধবার সকালে এ উপলক্ষে ইটনা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি র্যালী বাহির করা হয়। র্যালীটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের উপস্থিতিতে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ, অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোহাম্মদ মহসিন, মেডিকেল অফিসার ডা. কাউসার আহমেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, মৎস্য কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ভূঁইয়া কিরন, নার্সিং সুপার ভাইজার কিংকরী রাণী, পরিসংখ্যান বিধ এনামুল হক প্রমুখ।