পেহেলগামে সন্ত্রাসী হামলার জের ধরে সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরেছে ভারত ও পাকিস্তান। একে অপরের সামরিক ঘাঁটিতে হামলার দুই পক্ষই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এ নিয়ে দুই দেশের কর্মকর্তারা বলেছেন, এই যুদ্ধবিরতির কোনো মেয়াদসীমা নেই- এ জন্য এটি নবায়নেরও প্রয়োজন নেই। খবর ডনের।
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার গত বৃহস্পতিবার সিনেটে বলেছিলেন, দুই দেশের সামরিক কর্মকর্তারা যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছেন। তার এই মন্তব্যের পর গুজব ছড়িয়ে পড়েছিল যে ১৮ মে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হচ্ছে কিনা। এর পরই দুই দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই যুদ্ধবিরতির কোনো মেয়াদসীমা নেই।
দুই দেশের কর্মকর্তারা গত রবিবার পরিষ্কারভাবে বলে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টায় যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, সেটির কোনো নির্দিষ্ট মেয়াদ নেই।
যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জন নাকচ করে এক ভারতীয় কর্মকর্তা বলেন, এই যুদ্ধবিরতির কোনো মেয়াদসীমা নেই। ১২ মে ডিজিএমওদের আলোচনায় এটি আবারও নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও বলেছে- যুদ্ধবিরতি কার্যকর আছে এবং এর কোনো নির্দিষ্ট মেয়াদসীমা নেই।