অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। আজ রবিবার দেশটির সামরিক বাহিনী (আইডিএফ) থেকে অভিযান শুরুর ঘোষণা দেওয়া হয়।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল, অপারেশন গিডিয়ন চ্যারটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের স্যান্ডিং এবং রিজার্ভ সেনারা উত্তর দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে।’
এ ছাড়া স্থল বাহিনীকে সহায়তা করছে ইসরায়েলি বিমান বাহিনী। ইতোমধ্যে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা আজ ১৩৫ জন গাজাবাসী নিহত হয়েছেন।