ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) সুবিধা দেওয়ার কথা স্বীকার করেছে মার্কিন টেক জায়ান্ট মাইক্রোসফট। তবে এই প্রযুক্তি গাজা উপত্যকায় বেসামরিকদের হত্যার জন্য ব্যবহার করা হচ্ছে এমন দাবি উড়িয়ে দিয়েছে তারা। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মাইক্রোসফট তাদের অবস্থানের কথা জানায়। তারা জানিয়েছে, গাজায় বেসামরকিদের লক্ষ্য করায় মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কি না এই বিষয় নিয়ে তারাও উদ্বিগ্ন।
অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে চাপে ছিল মাইক্রোসফট। মানবাধিকার সংগঠনগুলো ছাড়াও মাইক্রোসফটের কর্মীরাও কোম্পানির কাছে স্বচ্ছতার দাবি জানিয়েছিল। বিবৃতিতে মাইক্রোসফট জানায়, ‘আমরা এই দাবিকে গুরুত্ব সহকারে দেখছি। আমরা তদন্তের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করেছি।
প্রতিষ্ঠানটি দাবি করেছে, অনেক সাক্ষাতকার ও নথিপত্র বিশ্লেষণ করেও তারা এমন কোনো প্রমাণ বা আলামত পাননি যেখানে প্রমাণ হয় যে বেসামরিকদের লক্ষ্যবস্তু করতে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।