অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর পানির বোতল নিক্ষেপ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ‘বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সংগঠন ’।
১৫ মে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান ফোরামের সভাপতি (সাবেক সচিব) এ বি এম আব্দুস সাত্তার।
বিবৃতিতে বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার খবরে জানা যায় গতকাল রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য নিজ উদ্বেগে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সেখানে উপস্থিত হন। তিনি অত্যন্ত খোলা মনে ছাত্রদেরকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীদের মধ্য হতে কোন এক দূর্বৃত্ত তাঁর প্রতি একটি পানির বোতল ছুড়ে মারে। পানির বোতল উপদেষ্টার মাথায় লাগে, তাতে তিনি আহত হন। আমরা মনে করি কোন সুস্থ্য ও বিবেবান ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা নিজে বা অন্য কোন স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে এমন অপকর্ম করেছে।
আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শান্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবী জানাচ্ছি।