ইউক্রেন যুদ্ধে সমাপ্ত বন্ধ করতে তুরস্কে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সৌদি আরব থেকে কাতার যাওয়ার সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ইচ্ছা প্রকাশ করেছেন। খবর এএফপির।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনকে বৃহস্পতিবার তুরস্ক সফরের আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, আমি জানি না যদি আমি না যাই, তিনি (পুতিন) সেখানে থাকবেন কি না। তিনি চান আমি যেন সেখানে যাই। যদি যুদ্ধ থামানোর সম্ভাবনা থাকে, তাহলে আমি সেখানে যেতে পারি।
ট্রাম্পের এ মন্তব্য ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে আন্তর্জাতিক মহলে নতুন করে আশা জাগিয়েছে।
এর আগে পুতিনের সঙ্গে বৃহস্পতিবার তুরস্কে দেখা করার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, হত্যাকাণ্ড দীর্ঘায়িত করার কোনো মানে হয় না। আমি বৃহস্পতিবার তুরস্কে পুতিনের জন্য অপেক্ষা করব। আমরা একটি সম্পূর্ণ এবং স্থায়ী যুদ্ধবিরতি আশা করছি।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তির জন্য আলোচনা আয়োজনে তুরস্ক সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গত রোববার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপে তিনি এ কথা জানান।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বেশ দীর্ঘদিন ধরেই চলছে। যুক্তরাষ্ট্র এটি থামাতে আপ্রাণ চেষ্টা করছে। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই ট্রাম্প এ যুদ্ধ থামানোর পক্ষে ছিলেন। এবার তা বাস্তবায়নের পথে। তবে নানা দরকষাকষির কারণে দেরি হচ্ছে।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। যা পরে যুদ্ধে গড়ায়। বিভিন্ন সময় সাময়িক যুদ্ধবিরতি হলেও যুদ্ধ এখনো চলছে। ট্রাম্পের মধ্যস্থতা ও তুরস্কের সহায়তায় হয়তো এবার থামবে।