ইসলামি পোশাক ব্র্যান্ড মেরাচির একটি বিজ্ঞাপন নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে ফ্রান্সে। আলোচিত ওই বিজ্ঞাপনে আইফেল টাওয়ারকে হিজাব পরিহিত অবস্থায় দেখানো হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে ‘ফরাসি সরকার মেরাচিকে আসতে দেখলে ঘৃণা করে।’
এদিকে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম সানডে টাইমস জানিয়েছে, ফ্রান্সে সরকারী স্কুল ও অফিসে হিজাব নিষিদ্ধ থাকায় এই বিজ্ঞাপনটি সেখানে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এদিকে ফরাসি জাতীয় টেলিভিশন ও রেডিওতে বিশ্লেষকরা এর কঠোর সমালোচনা করে জানান, এটি সরকারবিরোধী স্লোগানকে বাণিজ্যিক স্বার্থে ব্যবহার করার একটি কৌশলমাত্র।
তবে, প্রকাশিত ওই বিজ্ঞাপনে সরাসরি ধর্মের কথা উল্লেখ নেই, এরপরেও এটি ফ্রান্সের ধর্মনিরপেক্ষ নীতির বিরুদ্ধে প্রচারণার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ন্যাশনাল র্যালির নেতারা এ ঘটনায় তাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। দলটির সংসদ সদস্য লিসেট পোলেট সামাজিক মাধ্যমে লিখেছেন, এটি আইফেল টাওয়ারের জন্য অবমাননাকর।
প্রসঙ্গত, নেদারল্যান্ডসের আমস্টারডামভিত্তিক ব্র্যান্ড মেরাচি মূলত ফ্রান্সে অনলাইনে ব্যবসা পরিচালনা করে আসছে। সম্প্রতি প্যারিসের মারাইস অঞ্চলে প্রতিষ্ঠানটির একটি অস্থায়ী দোকানও চালু হয়।
এদিকে আইফেল টাওয়ারকে হিজাব পরিয়ে দেওয়ার বিজ্ঞাপন নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা ঝড় বইলেও প্রতিষ্ঠানের ২৬ বছর বয়সী প্রতিষ্ঠাতা নাদা মেরাচি এখনো উদ্ভূত এই বিতর্ক নিয়ে কোনোই মন্তব্য করেননি।