মিয়ানমারে সৃষ্ট ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় এখনও পর্যন্ত ১০১ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটে মিয়ানমারের মান্দালয়ে ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি। এর তীব্র প্রভাব অনুভূত হয় প্রতিবেশী থাইল্যান্ড, চীন ও ভিয়েতনামেও।
থাইল্যান্ডে এ ভূমিকম্পে ব্যাংককসহ ১০টি প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সামুত সাখোন, চিয়াং মাই, চিয়াং রাই, ফ্রায়ে, মায়ে হং সন, লাম্পাং, চাই নাট, লাম্পুন, লোই এবং কামফায়েং পেত প্রদেশ উল্লেখযোগ্য বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগের মহাপরিচালক পাসাকর্ন বুনিয়ালাক।
এশিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক এবং থাইল্যান্ডের জাতীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্রের পরিচালক ড. পেননং ওয়ারনিচাই সতর্ক বলেছেন, ভূমিকম্পটি মিয়ানমারের সাগাইং ফল্ট লাইনে সংঘটিত হয়েছে, যা ভারত ও সুন্ডা টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। তবে এটি এমন মাত্রার ছিল যা ভূমিকম্প-সহনশীল ভবনগুলোর জন্য নিরাপদ বলে বিবেচিত হয়।