ইটনা কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ইটনায় ডেভিল হান্ডের বিশেষ অভিযানে রবিবার রাতে ইটনা থানার ওসি মনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগ নেতা সহ গ্রেফতার ৪ ।
গ্রেফতার কৃতরা হলো বাদলা ইউনিয়নের কুর্শি গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আওয়ামী লীগ নেতা হারিকুল মিয়া (৫৫), জয়সিদ্ধী ইউনিয়নের মুদিরগাও গ্রামের আবু বক্কর মিয়ার ছেলে শাহ্ আলম (৩৮), এলংজুড়ি ইউনিয়নের ছিলনী গ্রামের তাজুল ইসলামের ছেলে সারোয়ার আহম্মেদ (৩১), ধনপুর ইউনিয়নের দিনেশপুর গ্রামের মাখন দাসের ছেলে প্রণব দাস (৩৮)।
ইটনা থানার ওসি মনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ইটনা থানার আইন শৃঙ্খলা স্বাভাবিক, মাদক ব্যবসায়ী, সন্ত্রাস, চাঁদাবাজি কার্যক্রম প্রতিরোধ, নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধের অংশ হিসেবে উপজেলা ব্যাপী আমাদের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরও বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আসামিদের কে ইটনা থানার বিভিন্ন মামলায় কিশোরগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।