ব্যাটারিতে আগুন ধরে যাওয়ার ঘটনায় সোমবার স্যামসাং তাদের গ্রাহকদেরকে গ্যালাক্সি নোট ৭ ফিরিয়ে দিতে বলেছে।
বাজারে আসা নতুন গ্যালাক্সি নোট ৭ এর উৎপাদনও আপাতত বন্ধ করে দিয়েছে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন জায়ান্ট স্যামসাং।
গ্যালাক্সি নোট ৭ স্যামসাং
রয়টার্সের খবরে জানা যায়, স্যামসাংয়ের গ্যালাক্সি নোট ৭ বিক্রি বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের দুটি সংস্থা। অস্ট্রেলিয়াও তাদের বাজারে গ্যালাক্সি নোট ৭ ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে।
গ্যালাক্সি নোট ৭ আগস্টে বাজার আসার পরপরই কয়েকজন ব্যবহারকারী সেটটিতে হঠাৎ আগুন ধরে যাওয়ার অভিযোগ করে। নতুন এই স্মার্টফোনটি বিস্ফোরণের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্যামসাং। এরপরে তারা ‘ঝুঁকিমুক্ত’ গ্যালাক্সি নোট ৭ বাজারজাতকরণ শুরু করে। তবু গ্রাহকদের কাছ থেকে অভিযোগ আসতে থাকে। এরপরই গ্যালাক্সি নোট ৭ উৎপাদন বন্ধ করে দেয় স্যামসাং।
কিন্তু ‘ঝুঁকিমুক্ত’এই স্মার্ট-ফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়। এতে দিশেহারা স্যামসাং সাময়িকভাবে এর উৎপাদন স্থগিত করেছে।