চার স্ট্রোক থ্রি-হুইলার যানবাহন নিয়ে সম্প্রতি বিআরটিএর জারি করা নির্দেশনা বাতিল করা হয়েছে। আজ রবিবার নির্দেশনাটি বাতিল করা হয়েছে জানিয়ে থ্রি-হুইলার চালকদের চলমান অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সকালে ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশনস) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক বার্তায় বলা হয়, চার স্ট্রোক থ্রি-হুইলার যান সম্পর্কিত বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হলো এবং অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনো রকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হলো।
এর আগে গ্যাস বা পেট্রোলচালিত অটোরিকশা চালকরা মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এই নির্দেশনার আওতায় অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ মিললে চালককে অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা ৬ মাসের কারাদণ্ড, কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে বলে জানানো হয়।
গত ১০ ফেব্রুয়ারি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসের সই করা এ নির্দেশনা সংক্রান্ত চিঠি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারকেও পাঠানো হয়েছে।
এমন সিদ্ধান্তের প্রতিবাদে এবং বিআরটিএ’র নির্ধারিত ঢাকা মেট্রোর সিএনজি অটোরিকশার দৈনিক জমা ৯০০ টাকা অবিলম্বে কার্যকর করাসহ ৯ দফা দাবি জানিয়ে সড়কে অবস্থান নেন সিএনজি অটোরিকশা চালকরা।
উল্লেখ্য, মিটারের নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে জরিমানা বা কারাদণ্ডের প্রতিবাদে আজ সকাল থেকে সিএনজি চালকরা রাজধানীর বিভিন্ন সড়কে অবরোধ করেছেন।
রাজধানীর মিরপুর ১৩ নম্বর বিআরটিএ’র সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সিএনজি চালকরা। এর ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন শত শত মানুষ।
এছাড়া রাজধানীর মিরপুর-১, মিরপুর-১৪ ও রামপুরায়ও সিএনজিচালিত অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন।