রাজবাড়ীতে মো. সাইফুল ইসলাম ওরফে সাউথ (৪৫) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিয়াপাড়া (খানখানাপুর) গ্রামের মৃত মাহাবুব হোসেনের ছেলে ও বর্তমানে খানখানাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গতকাল রবিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার রাজবাড়ী আদালতে তাকে হস্তান্তর করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, গত বছরের ৫ আগস্ট দুপুর সাড়ে ১২টার সময় রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর বাঁশের লাঠি, লোহার রড, কাঠের বাটাম, ককটেল, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়। আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সাধারণ জখমসহ গুরুত্বর জখম করে। এ ব্যাপারে মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ মামলার তদন্তে পাওয়া আসামি মো. সাইফুল ইসলাম সাউদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে সোমবার রাজবাড়ী আদালতে হস্তান্তর করা হয়েছে।